রাজধানীর হাজারীবাগে অবস্থিত গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে

সোমবার বিকাল ৪ ঘটিকায় ঢাকাস্থ হাজরীবাগের গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারী, রবিবার বেলা ১১ টায় মেলা উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মো: সেলিম।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান মেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বিজ্ঞান মনস্ক শিক্ষার্র্থীরা অংশ নেন। বিদ্যালয়ের ২নং ভবনের ৫টি কক্ষে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিষয়ের ১৮টি প্রজেক্ট প্রদর্শিত হয়। মেলা চলে প্রতিদিন ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

অদ্য মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা সুফিয়া খাতুন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য জনাব মো. আরিফ ও মো. কোরবান আলী।

এ সময়ে সংক্ষিপ্ত বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক জনাব মো. হাবিবুর রহমান। প্রতিষ্ঠান প্রধান ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সচিব জনাবা সুফিয়া খাতুন তার বক্তৃতায় বলেন, বিশ্বমানের শিক্ষা প্রদানের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক, দক্ষ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হওয়া প্রয়োজন।

পুরস্কার বিতরনী শেষে উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।





About লেখাপড়া বিডি ডেস্ক 1527 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*