কোলকাতায় মৈত্রী পদক গ্রহণ অনুষ্ঠানে অধ্যক্ষ শাহজাহান সাজু। দুই বাংলার ঐক্য আরো সুদৃঢ় করার তাগিদ

দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের মিলন উৎসব ২৩ ফেব্রুয়ারি কোলকাতা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কোলকাতার বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ও সাবেক প্রধান বিচারপতি শ্রী শ্যামল কুমার সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কোলকাতার মেয়র শ্রী দেবাশিস কুমার,কোলকাতা দূরদর্শন কেন্দ্রের সাবেক অধিকর্তা ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি পংকজ সাহা , ভারতের জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শ্রী সুব্রত ভট্টাচার্য, চলচ্চিত্র পরিচালক শ্রী রাজা সেন, বিশেষ অতিথি বিশিষ্ট সংগীতশিল্পী সিদ্ধার্থ রায় (সিধু) ও বিশিষ্ট নৃত্য শিল্পী স্বর্ণ দিপা । অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি শ্রী শ্যামল কুমার সেন দুই বাংলার ঐক্য আরো সুদৃঢ় করার প্রতি গুরুত্ব আরোপ করেন । বিশেষ করে মুক্তিযুদ্ধে স্মৃতির কথা উল্লেখ করে তিনি মুক্তিযুদ্ধের সময় দুই বাংলার মানুষ যেমন করে এক আত্মা হয়ে কাজ করেছিল তেমনিভাবে দুই বাংলার উন্নয়নে এখনো ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা,জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষক নেতা,স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু সারা বিশ্বের সকল বাঙালিদের ঐক্যবদ্ধভাবে বাংলা ভাষার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, তিস্তা নদীর পানি বন্টন সহ বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান সমস্যা সমূহ সমাধানে পশ্চিম বঙ্গের সরকারকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ ব্যাপারে দুই বাংলার বাঙালিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন । শাহজাহান সাজু তার বক্তব্যে দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের মিলন মেলার আয়োজন এবং তাকে মৈত্রী সম্মাননা প্রদান করায় উদ্যোগতাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের হাতে মৈত্রী সম্মাননা পদক তুলে দেন।





About লেখাপড়া বিডি ডেস্ক 1527 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*