মৌলভীবাজারে পরীক্ষার রুটিন বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজার সরকরি কলেজ ১৩-১৪ইং সেশনের পরীক্ষার রুটিন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রুটিন বাতিল কমিটির আহ্বায়ক এম.এ সামাদের সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু) ।

এছাড়াও বক্তব্য রাখেন মিঠুন দেবনাথ,আশরাফুল ইসলাম,রইছ উদ্দিন,আব্দুল মজিদ,বিশ্বজিত নন্দী,মখলিছ উদ্দিন,আবুল হায়দার,শাকের হাসান ও পাপলু প্রমুখ।তাছাড়াও সর্বস্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধন সভা শেষে কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গণ স্বাক্ষর সংবলিত স্বারকলিপি পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *