শিক্ষা জাতীয় করনের দাবীতে টাঙ্গাইলে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা ও কালিহাতী উপজেলা স্বাশিপের উদ্যোগে টাঙ্গাইলের এলেঙ্গাস্থ বঙ্গবন্ধু সেতু এ্যাপ্রোচ রোডে গত ২৮ জানুয়ারী এ মানব বন্ধনে সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল কবীর সভাপতিত্ব করেন।
কালিহাতী উপজেলা স্বাশিপের সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাশিপের সাধারন সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, জেলা স্বাশিপ নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ সুদর্শন তালুকদার,কালিহাতী উপজেলা স্বাশিপ সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম,অধ্যক্ষ রফিকুল ইসলাম,শফিকুল ইসলাম,মনিরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষাব্যবস্থা জাতীয়করনের দাবীতে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বিপুল সংখ্যক এম পি ও এবং নন এম পি ও শিক্ষক অংশ নেন।
Leave a Reply