“প্রবৃদ্ধি সহায়ক সাম্য” শীর্ষক একদিনব্যাপী কনফারেন্স অনুষ্ঠিত

আজ “প্রবৃদ্ধি সহায়ক সাম্য” শীর্ষক একদিনব্যাপী কনফারেন্স পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিক্স-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে তিনটি কর্ম অধিবেশনে মোট ৪২ টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। কনফারেন্সে বক্তারা মন্তব্য করেন যে, গত এক দশকে দেশের অগ্রগতি সাধিত হয়েছে। তবে সুষম বন্টন ব্যবস্থা ও আর্থিক অন্তর্ভূক্তিমূলক ব্যবস্থার জন্য কমিউনিটি ব্যাংকিং-এর মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে ক্ষুদ্র বিনিয়োগ ব্যবস্থায় আনয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। অঞ্চল ভিত্তিক এলাকায় প্রতিষ্ঠার মাধ্যমে প্রবৃদ্ধির সাম্য নির্ভর করতে হবে।

এদিকে পিকেএসএফ কর্তৃক বাস্তবায়িত “সমৃদ্ধি” কর্মসূচি প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জন্যও কাজ করে এবং প্রকৃত সাম্য নিশ্চিতের জন্য কাজ করে বলে পিকেএসএফ-এর ডিএমডি (প্রশাসন) ড. মোঃ জসীম উদ্দিন মন্তব্য করেন।

পিকেএসএফ-এর অপর ডিএমডি (কার্যক্রম) জনাব ফজলুল কাদের মন্তব্য করেন যে, দেশের অগ্রযাত্রায় মাইক্রো এন্টারপ্রেনিয়রশীপ গড়ে তোলা প্রয়োজন।

কনফারেন্সের সমাপনী অধিবেশনে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ মানুষের অধিকার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান। পিকেএসএফ- এর কার্যক্রমে যে মানব কেন্দ্রিক উন্নয়নের মুলমন্ত্র অনুসরণ করা হয় তা উল্লেখ করে বলেন যে পিকেএসএফ-এর কার্যক্রম টেকসই উন্নয়ন অভীষ্টের সাথে সরাসরি সম্পর্কিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মূলনীতি, সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার উপর আলোকপাত করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আক্তারুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে আশা প্রকাশ করেন, সরকার যেভাবে দেশের উন্নয়নে কাজ করে চলেছে তা যেন সবার মধ্যে সমভাবে বন্টিত হয়। কনফারেন্সে উপস্থাপিত প্রতিটি পেপার বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন ছোট ছোট উদ্যোগ একটা সময় অনেক বড় অর্থনৈতিক কর্মকান্ডের জন্ম দেয়। দেশে বর্তমান অর্থনৈতিক কাঠামোতে মাইক্রোএন্টারপ্রাইজের উন্নয়ন সময়ের দাবী উল্লেখ করে ড. আক্তারুজ্জামান বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করে মাইক্রোএন্টারপ্রাইজের কাঠামোগত উন্নয়ন টেকসই উন্নয়নের পথকে প্রশস্ত করবে। তিনি আরও বলেন অর্থনৈতিক মুক্তির দিকে দেশ ধাবিত হচ্ছে তবে সমতা নিশ্চিত না করলে তা টেকসই হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নৈতিকতার স্খলন রোধের দিকে বিশেষ নজর দিতে হবে বলেও উল্লেখ করেন।

কনফারেন্সে সম্মানিত অতিথির বক্তব্যে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল করিম বলেন যে, দেশের অগ্রগতি ও প্রগতিতে সহায়ক ভূমিকা পালনে পিকেএসএফ বদ্ধ পরিকর। গ্রামীন অর্থনীতির উন্নয়ের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে পিকেএসএফ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন “কাউকে বাদ দিয়ে নয়”- এই মূলমন্ত্রকে ধারণ করে পিকেএসএফ এসডিজি বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করছে।

কনফারেন্সের অধিবেশনসমূহে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল করিম, ঢাকা স্কুল অব ইকোনমিক্স-এর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহবুবা নাসরীন, ড. একেএম নজরুল ইসলাম, ড. সালমা সুলতানা, ড. তৌহিদ রেজা নূর প্রমূখ।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*