১৫ ই নভেম্বর ২০১৭ পরিবর্তনে নারীর ক্ষমতায়ন এবং জলবায়ূর অভিঘাত শীর্ষক প্রাক কর্মশালা ঢাকা স্কুল অব ইকনোমিকসে সামাজিক অনুষ্ঠিত হয়।
এতে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ এর সভাপতিত্বে ভারতের বেঙ্গোলোরের আই বিএস আর এ প্রফেসর কৃষ্ণ সেন গুপ্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রফেসর গুপ্ত বলেন যে, নারীর ক্ষমতায়নের ফলে জলবায়ূর অভিঘাত সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ড. কাজী খলীকুজ্জমান আহমদ তার বক্তব্যে টেকসই উন্নয়নে গতিময়তা সৃষ্টির চেষ্টা হচ্ছে। এতে প্রফেসর ড.কাজী সালেহ আহমেদ, প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, জামেশদুজ্জামান, ড. এ. কে. এম নজরুল ইসলাম, ড. নারায়ন চন্দ্র সিনহা বক্তব্য রাখেন।
প্রশ্নোত্তর পর্বে ব্রাকের সাবের খান মোঃ ফেরদৌস, পি কে এস এফের আবু হায়াৎ, রাহাত হোসেন মোঃ হোসেন, আঞ্জমানআরা বেগম, এবি ব্যাংকের অতীন্দ্র কুমার মল্লিক, সুমন কুমার শীল, উদ্দোক্তা আপেল মাহমুদ বিভিন্ন প্রশ্নের মাধ্যেমে বাংলাদেশের উন্নয়নে গতিময়তা আনা যায় এবং সচেতনতা বৃদ্ধি করা যায় সে জন্যে এধরনের ব্যাপক পরিসরে কর্মশালার আয়োজন করার সুপারিশ করেন।
Leave a Reply