জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে খোলা সব ফেসবুক পেজই ভুয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের  কোনো ফেসবুক পেজ নেই। অথচ একাধিক টাউটচক্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ফেসবুক পেজ খুলে নানা ধরণের ব্যবসা করছে। কখনো কখনো পরীক্ষার ভুয়া তারিখ দিয়ে লাখ লাখ শিক্ষার্থীকে বিভ্রান্ত করছে। আবার নানা ধরণের অনলাইনভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তির ব্যবসাও করছে। এসব অভিযোগ দীর্ঘদিনের। সুনিদিষ্ট অভিযোগ পাওয়ার পর এসব ফেসবুক পেজ প্রস্তুত ও পরিচালনাকারীদের প্রতারক হিসেবে অভিহিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় মঙ্গলবার (১৭ই অক্টোবর) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info ব্যাতীত কোন ধরণের ফেসবুক পেজ নেই।

বেশকিছু দিন ধরে ফেসবুকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে থাকা একাধিক পেজগুলো থেকে বিভিন্ন ভিত্তিহীন ও মিথ্যে সংবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হচ্ছিল। বিষয়টি নজরে আসে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

এরপরই এধরণের প্রকাশিত কোন বিজ্ঞপ্তির সত্যতার সম্পর্কে তারা কোন দায়ভার গ্রহণ করবে না বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ওই বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোন তথ্য বা সংবাদ পেতে হলে কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের দুইটি নিজস্ব ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমগুলো অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নামে ফেসবুকে থাকা ভুয়া পেজগুলোর লিংকগুলো প্রকাশ করা হলো-

1. https://www.facebook.com/nu.edu.bd0/
2. https://www.facebook.com/NU.EDU.BD/
3. https://www.facebook.com/www.nu.edu.info/
4. https://www.facebook.com/nu.students.bd/
5. https://www.facebook.com/nusb.info/
6. https://www.facebook.com/NuStudentsAssociation/
7. https://www.facebook.com/edu.nu.bd/
8. https://www.facebook.com/arifkhan5956/
9. https://www.facebook.com/Nu.Students.News/

10. https://www.facebook.com/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F-National-University-599206553481567/
11. https://www.facebook.com/NationalUniversity.bd.co/
12. https://www.facebook.com/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F-National-University-599206553481567/
13. https://www.facebook.com/National.University.Gazipur.Bangladesh/
14. https://www.facebook.com/nueduupdate/





About মোহাম্মদ মোহন 73 Articles
মোহাম্মদ মোহন সম্প্রতি নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী থেকে বি.এস.এস (অনার্স), এম.এস.এস (অর্থনীতি) সম্পন্ন করেছেন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*