বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক কেন্দ্র একনেক-এ অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

আজ ১৭.১০.২০১৭ তারিখ সকাল ১০টায় গগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলানগরস্থ পরিকল্পনা কমিশনের একনেক সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বরিশাল, রংপুর ও চট্টগ্রাম এই তিনটি বিভাগীয় শহরে ভূমি অধিগ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র নির্মাণের ১১৯ কোটি ২ লক্ষ টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়।

প্রতিটি কেন্দ্রে ১ একর জমিতে ৫০ হাজার বগর্গফুটের ১০-তলা ভবন নির্মিত হবে। পরীক্ষা অনুষ্ঠান, শিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদি কর্মকা- এসব কেন্দ্র থেকে পরিচালিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে ও শিক্ষার সার্বিক উন্নয়নে অনুমোদিত এ প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে। একনেক-এ প্রকল্পটি অনুমোদিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ একনেক সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য দ্বিতীয় পর্যায়ে অপর ৩টি বিভাগীয় শহরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো ৩টি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1525 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*