১) প্রস্তুতির শুরুতেই বিগত বছরের প্রশ্ন সলভ করো । কারণ , রাবিতে ৩০-৪০% প্রশ্ন রিপিট হয় বিগত বছরের প্রশ্ন থেকে । বিগত বছরের প্রশ্নের জন্য ফলো করো ” বরেন্দ্র ” প্রশ্নব্যাংক ।
.
২) সকল ইউনিটের বাংলা ও ইংরেজির জন্য ফলো করো ” ছায়ামঞ্চ বাংলা + English ” . এই বই থেকেই বাংলা ও ইংরেজি অংশের সব কমন পাবা ।
.
৩) B, E , J , K ইউনিটের বুদ্ধিমত্তা ( IQ ) এর জন্য ফলো করো ” ছায়ামঞ্চ IQ SUMMIT ” .
.
৪) নেগেটিভ মার্কিং আছে । তাই আন্দাজে দাগাবা না । যেগুলো ১০০% অথবা ৯০% শিউর শুধু সেগুলোই দাগাবা ।
.
৫) D , J , K ইউনিটের সাধারণ গণিতের জন্য ফলো করো ” MATH SUMMIT ”
.
৬) B , J ইউনিটের সকল প্রশ্ন ইংলিশ ভার্সনে হবে । তাই সাধারণ জ্ঞান প্রশ্ন ইংলিশ ভার্সনে হয় । বাংলা ভার্সন সাধারণ জ্ঞান পড়ে এই ইউনিট গুলোতে ভালো করা খুবই কঠিন । তাই , ইংলিশ ভার্সনে রচিত সাধারণ জ্ঞান বই থেকেই প্রিপারেশান নিতে হবে । ইংলিশ ভার্সন সাধারণ জ্ঞান এর জন্য ” English GK SUMMIT ” ফলো করো ।
.
৭) বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর জন্য মেইন বই ফলো করো ।
.
৮) ৭০% নাম্বার পেলেই তোমার চান্স মোটামুটি শিউর ।
.
৯) সাম্প্রতিক তথ্যের জন্য মে’২০১৭ থেকে অক্টোবর ‘ ২০১৭ অর্থাৎ মোট ৬ টা কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করে প্রত্যেকটার প্রথম ৮ পৃষ্ঠা শুধু পড়বা । তাহলে ৬ টা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট ৪৮ পৃষ্ঠা পড়লেই সব সাম্প্রতিক কমন পাবা ।
.
এই পরামর্শ গুলো ফলো করতে পারলে রাবিতে চান্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ !
Leave a Reply