জাতীয়করণ হলো আরও ১২ কলেজ

রাজধানী ঢাকাসহ নয় জেলার ১২টি মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৮ই সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

নতুন জাতীয়করণকৃত বারোটি মডেল স্কুল এন্ড কলেজের মধ্যে রয়েছে, রাজধানী ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, মিরপুরের রূপনগর মডেল স্কুল এন্ড কলেজ, শ্যামপুর মডেল স্কুল এন্ড কলেজ, লালবাগ মডেল স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ, খুলনা মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট মডেল স্কুল এন্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ।

অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, সরকারি কলেজ নেই এমন উপজেলাগুলোর ২৮৩টি বেসরকারি কলেজ জাতীয়করণ করার বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সৌজন্যেঃ দৈনিক শিক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *