বাংলা ১ম পত্র- এস এস সি প্রস্তুতি ২০১৮

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ:-
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
ঝর্ণার গান
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও অঙ্গে,
চুমা-চুমকির হারে চাঁদ ঘেরে রঙ্গে
ধুলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা!
২৬। উদ্দীপকে ফুটে ওঠা দিকটি নিচের কোন কবিতায় প্রকাশ পেয়েছে?
ক. ঝর্ণার গান খ. প্রাণ
গ. আমার পরিচয় ঘ. অন্ধ বধূ
২৭। এই দিকটি নিচের যে চরণে প্রকাশ পেয়েছে, তা হলো—
i. চকোর চায় চন্দ্রমায়
ii. টগর-ফুল-নূপুর পায়
iii. অঙ্গ মোর ঝলমলে
কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
২৮। ‘পুলক’ শব্দের অর্থ কী?
ক. দুঃখ খ. আনন্দ গ. ক্লান্ত ঘ. গতিশীল
২৯। কোন পাখিকে ‘ফটিক জল’ বলে?
ক. শালিক খ. শুক
গ. চাতক ঘ. চকোর
৩০। ‘ঝর্ণা’ শব্দের অধুনা প্রচলিত বানান কোনটি?
ক. ঝরনা খ. ঝরণা গ. ঝরন্না ঘ. ঝরণ্না
মানুষ
১। কবি কার জয়গান গেয়েছেন?
ক. মানুষের খ. সাম্যের গ. শ্রমিকের ঘ. তারুণ্যের
২। ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়।’—এ বক্তব্যে ভুখারির কোন মনোভাব প্রকাশ পায়?
ক. প্রতিবাদী খ. অসহায়ত্ব গ. ফরিয়াদ ঘ. ক্ষোভ
৩। ছোটবেলায় কাজী নজরুল ইসলাম কোন গানের দলে যোগদান করেন?
ক. যাত্রা খ. সারি গ. লেটো ঘ. জারি
৪। কী রচনা করে কাজী নজরুল ইসলাম বিশেষ খ্যাতি অর্জন করেছেন?
ক. উপন্যাস খ. নাটক গ. গজল ঘ. ছোটগল্প
৫। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যু বরণ করেন?
ক. ১৯৬৬ খ. ১৯৭২ গ. ১৯৭৬ ঘ. ১৯৭৮
৬। ‘মানুষ’ কবিতায় কবি কার চেয়ে বড় কিছু নেই বলেছেন?
ক. ধর্মের খ. মানুষের গ. গোত্রের ঘ. বর্ণের
৭। ‘মানুষ’ কবিতায় কে মন্দিরের দরজায় এসে দাঁড়িয়েছে?
ক. রাজা খ. মুসাফির গ. ক্ষুধার ঠাকুর ঘ. দেবতা
৮। কী দেখে আকুল পূজারী ভজনালয় খুলল?
ক. স্বপন খ. দেবীর গ. মুসাফির ঘ. পথিক
৯। কবি ‘মানুষ’ কবিতায় কিসের গান গেয়েছেন?
ক. স্রষ্টার খ. দেবীর গ. সাম্যের ঘ. ধর্মের
১০। কবি কিসের মধ্যে কোন ভেদ খুঁজে পান না?
ক. দেশ-কাল-পাত্র খ. মসজিদ
গ. ধনী-দরিদ্র ঘ. মোল্ল¬া-পুরোহিত
১১। কার বরে আজ রাজা-টাজা হয়ে যাবে বলে পুরোহিত ভেবেছিল?
ক. গুরুজনের খ. মা-বাবার গ. দেবতার ঘ. ভাগ্যের
১২। ‘মানুষ’ কবিতায় পথিকের বস্ত্র কিরূপ ছিল?
ক. ছেঁড়া খ. জীর্ণ গ. শীর্ণ ঘ. নতুন
১৩। ‘মানুষ’ কবিতায় পথিকের গাত্র কেমন?
ক. জীর্ণ খ. শীর্ণ গ. ক্ষীণ ঘ. মলিন
১৪। ‘মানুষ’ কবিতায় পথিক কয়দিনের অনাহারী?
ক. চার দিনের খ. পাঁচ দিনের
গ. ছয় দিনের ঘ. সাত দিনের
১৫। মন্দিরের দরজা বন্ধ করেছিল কে?
ক. দারোয়ান খ. পূজারী গ. পুরোহিত ঘ. ঠাকুর
১৬। ভুখারি ফিরে যায় কেন?
ক. পুরোহিত দরজা বন্ধ করায়
খ. পুরোহিত বকাঝকা করায়
গ. পুরোহিত ভাগাড়ে গিয়ে মরতে বলায়
ঘ. পুরোহিত খাবার না দেওয়ায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ঝর্ণার গান
২৬. ক ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. ক।
মানুষ
১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. গ ৬. খ ৭. গ ৮. ক ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ১৬. ক।clik here





About Rahim Hasan 5 Articles
I am simple boy.I live in Chittagong. I love my country.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*