“মেঘের পলকে চাঁদের আলো”

By mosharafkhan

Updated on:

মেঘের পলকে

চাঁদের আলো

সেইখানেতে থাকে শুধু

মনের আলোতে যৌবন ভরা।

 

মেঘের পলকে

চাঁদের আলো কখনো

লুকিয়ে থাকে আবার কখনো

সেটি প্রকাশ্য আলো দেয়।

জীবন নদী মেঘে ভরা

ফেটে যায় অবতীরে

নীলাভূমির মধ্যেখানে;

মেঘের পলকে তুমি শুধু

আমার মনের মাঝে

থাকবে শুধু তুমি চিরদিনে।

Leave a Comment