স্বাধীনতা শিক্ষক পরিষদ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২৯ মার্চ স্বাশিপ এর জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে শনিবার ঢাকা মহানগর সবুজবাগ এবং কোতয়ালী থানায় পৃথক পৃথক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মানিক নগর আইডিয়াল মডেল স্কুলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেরদৌসি ইয়াসমিন।
কোতয়ালী থানার সমাবেশ অনুষ্ঠিত হয় বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলে। সভাপতিত্ব করেন সৈয়দ আহমেদ। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
অনুষ্ঠান দুইটিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ সাইদুল আলম, অধ্যক্ষ মোশারফ হোসেন, মোঃ অহিদুজ্জামান, গৌতম কুমার সাহা, আনোয়ার হোসেন, ফেরদৌসি, শুভ্রজিত দাস, রোমানা আফরিন প্রমুখ।
কোতয়ালীতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাইদুর রহমান পান্না, আবুল কালাম আজাদ, এস এম আব্দুল্লাহ, আল আমিন, মিজানুর রহমান, আকবর হোসেন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বেসরকারি শিক্ষকদের বৃহৎ স্বার্থে স্বাধীনতা শিক্ষক পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান। তিনি ২৯ মার্চের স্বাধীনতা শিক্ষক পরিষদের জাতীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান।
Leave a Reply