জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে রোভারিং ইউনিট গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে।
প্রকাশিত প্রজ্ঞাপনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষবৃন্দকে জানানো হয়েছে এবং যেসব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে এখনো বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল এর আওতাধীন রোভারিং ইউনিট গঠিত হয়নি অনতিবিলম্বে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে রোভারিং উইনিট গঠন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, অতিসম্প্রতি গোপালগঞ্জে অনুষ্ঠিত একাদশ জাতীয় রোভার মুটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণিত বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।
শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বসুলভ গুণাবলির বিকাশ এবং তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
Leave a Reply