মার্চের শেষ সপ্তাহে স্বাশিপ এর প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে সভা অনুষ্ঠিত

আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে ঢাকায় সোহরোওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিতব্য স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষক ঐক্য পরিষদ রবিবার ঢাকা শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি মাওলানা এস এম জয়নাল আবেদিন জেহাদির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সাধারন সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

বক্তব্য রাখেন স্বাশিপ মাদ্রাসা ইউনিটের আহবায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান নাঈম,যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক জেহাদি, মাওলানা সামসুল আলম,মাওলানা আঃসাত্তার, মাওলানা আব্দুর রহমান,তমিজ উদ্দিন,হায়দার আলী, আলতাব হোসেন প্রমুখ ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু – শিক্ষা ব্যবস্হা জাতীয়করণের লক্ষে মাদ্রাসা শিক্ষক সহ দেশের সকল শিক্ষক সমাজকে স্বাধীনতা শিক্ষক পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান । সমাবেশে বক্তারা স্বাশিপের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে স্বতন্ত্র সকল এবতেদায়ী শিক্ষক সহ মাদ্রাসা শিক্ষকদের ব্যাপক উপস্হিতির অঙ্গীকার ব্যক্ত করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *