ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো রাজধানীর ৭ সরকারি কলেজ

রাজধানীর ৭টি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হলো। কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকারি এ কলেজগুলোকে ১৬ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ন্তভূক্ত করা হয়েছে।

এসব কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে ১ লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্র-ছাত্রী এবং ১ হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন।

১৬ ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ৭টি সরকারি কলেজের অধ্যক্ষদের এক সভা অনুষ্ঠিত হয়।

উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করায় উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ অনুযায়ী তাঁর লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। এখন থেকে এই অধিভুক্ত কলেজগুলোর ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী বিদ্যায়তনিক কার্যক্রমও পরিচালনের ব্যবস্থা গ্রহণ করা হবে। উপাচার্য এ বিষয়ে উপস্থিত অধ্যক্ষদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জাম হোসেন মোল্লাহ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক গায়ত্রী চ্যাটার্জী, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ আব্দুল কুদ্দুস, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুক্তি রাণী সাহা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. দীপিকা দেওয়ান, মিরপুর সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: ইমাম হোসেন এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাছের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: এনামউজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মো: বাহালুল হক চৌধুরী জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নূর-ই-ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান এবং হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল কুদ্দুস মোল্লা।

নতুন যে সাতটি কলেজ অন্তর্ভুক্ত হয়েছে তারা শুধু প্রশাসনিক সুবিধা পাবে। পাঠদান সূচিও নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর বাইরে তাদের কলেজের নামসহ অন্যান্য সবকিছু আগের মতো ঠিক থাকবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়টি তার অধীনস্ত অন্যান্য ১০০টি প্রতিষ্ঠানের ন্যায়ে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ করবে অর্থাৎ এদের পরীক্ষা পৃথকভাবে অনুষ্ঠিত হবে যা তত্ত্বাবধায়ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের সাথে তাদের প্রশ্নের কোনো মিল থাকে না।

এছাড়া অধিভুক্ত কলেজ সমূহ আবাসন, পরিবহন সুবিধাসহ যাবতীয় খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে না।

তাদের প্রদানকৃত স্নাতক ও স্নাতকোত্তর এর সার্টিফিকেটে কলেজর নাম উল্লেখ থাকবে। সার্টিফিকিটে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রস্তুত করা হবে।

উল্লেখ্য, ঢাকার নতুন সাতটি কলেজ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ,নার্সিং কলেজ, হোমিওপ্যাথিক কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটসহ মোট ১০০টি প্রতিষ্ঠান আছে।

সূত্রঃ বাসস





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*