গণিত উৎসব সংগীত

মন মেলে শোন, শুনতে
পাবি বিজয়ের আহ্বান,
গণিতের ধ্বনিতেই বাজে
ওই মুক্তির জয়গান।
গণিতের প্রতি আছে যত
ভীতি আজ হবে সব দূর,
আজ লক্ষ প্রাণের
ঐকতানে বাজবে একই সুর

আয় আয় আয়, কে স্বপ্ন
দেখবি আয়,
আয় আয় আয়, গণিতের
আঙিনায়।
আয় আয় আয়, কে দেশটা
গড়বি আয়,
আয় আয় আয়, গণিতের
আঙিনায়।
একটি মানুষ দেখলে স্বপ্ন,
স্বপ্নই তারে কয়।
দুজন দেখলে একই স্বপ্ন,
সেও তো স্বপ্ন রয়।
যদি লক্ষ কোটি প্রাণ
দোলে একই স্বপ্ন
মূর্ছনায়,
সে আর তখন থাকে না
স্বপন, সত্যি হয়ে যায়।
আয় গণিতের পথ বেয়ে,
আয় নবীনেরা সব
ধেয়ে,
দ্যাখ, আশা নিয়ে এক জাতি
আছে আজ তোদেরই
পানে চেয়ে
এই দেশ জাগাবি গণিতের
জীয়নকাঠির ছোঁয়ায়…
আয় আয় আয়… গণিতের
আঙিনায়।
কত না ধাঁধা, গণিতের বাধা
যেতে হবে পেরিয়ে।
সংখ্যার বৈচিত্র্যের মাঝে যাবি
নাকি হারিয়ে?
যদি দেশপ্রেম বুকে
গণিতে সুখে করিস বিচরণ,
একদিন সত্যিই মিলে যাবে এ
দেশের সমীকরণ।
আর নেই কোনো সংশয়,
আজ গণিত করবি জয়,
গণিতের ভাষাতে রাখবি
বিশ্বে স্বদেশের পরিচয়।
আমরাও পারি যে হতে সেরা
বিশ্ব দেখবে তাই…
আয় আয় আয়… গণিতের
আঙিনায়।Largest Bangla Education portal in Bangladesh – www.lekhok.xyz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *