জ্যামিতি (ইংরেজি: Geometry) গণিতের একটি শাখা যেখানে আকার ও আকৃতি এবং এতদসম্পর্কিত বিভিন্ন আঙ্গিকের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করা হয়। জ্যামিতিকে স্থান বা জগতের (space) বিজ্ঞান হিসেবে গণ্য করা যায়। পাটীগণিতে যেমন গণনা সংক্রান্ত আমাদের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়, তেমনি জ্যামিতিতে স্থান বা জগৎ নিয়ে আমাদের অভিজ্ঞতার বর্ণনা ও ব্যাখ্যা দেয়া হয়। প্রাথমিক জ্যামিতিকে কাজে লাগিয়ে দ্বি-মাত্রিক বিভিন্ন আকারের ক্ষেত্রফল ও পরিসীমা এবং ত্রিমাত্রিক বস্তুসমূহের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় রা সম্ভব।
২৫০ টি জ্যামিতিক সংজ্ঞা ও প্রশ্নের উত্তর সম্বলিত ইবুকটি ডাউনলোড করে নিন আর জ্যামিতিতে হিরো হয়ে যানঃ
এরকম আরও প্রয়োজনীয় বই ডাউনলোড করতে এই সাইটে যান
এই সাইটে নিয়মিত বই আপডেট দেওয়া হয় ৷ তাই প্রতিদিন ভিজিট করবেন।
সৌজন্যেঃ তানবির কক্স ডট ব্লগস্পট ডট কম
Leave a Reply