২ অক্টোবর ২০১৬ তারিখ সকাল ১১টা গাজীপুরে চান্দনা চৌরাস্তা রাজগরোত চরুঙ্গী ঢাকা- ময়মনসিংহ সড়কে শিক্ষা ব্যবস্থার বার বার পরিবর্তন অতিরিক্ত ৭ বিষয়ে সৃজনশীল এর বিরুদ্ধে প্রতিবাদ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় অংশহগ্রহণ করেন ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-ছাত্রীসহ শ্রীপুর কলেজ, সিটি কলেজ, আরিব কলেজ, চন্দনা কলেজ, কমার্স কলেজ, লিং কলেজ, ভাষা শহীদ কলেজ, কাজী আজিম উদ্দীন কলেজ, মহানগর কলেজ, মহিলা কলেজ, বরমী ডিগ্রি কলেজ, পায়াআরবি কলেজ,আউয়াল কলেজ।
ছাত্র-ছাত্রীরা বলেন ফাইনাল পরীক্ষার মাত্র কয়েক মাস বাকি তার মাঝে এমন সিদ্ধান্ত আমরা মানতে পারি না। আমারা রোবট না মানুষ, ছাত্র-ছাত্রী মুখে স্লোগান ছিল মানি না মানবো না ৭ বিষয়ে সৃজনশীল।
গাজীপুরে প্রান কেন্দ্র যোগাযোগব্যবস্থায় চান্দনা মোড়ে বাস-গাড়ী চলাচল বন্ধকরে রাখা হয় তাই টুঙ্গি, কোনাবাড়ি, শিববাড়ি, পোরাবাড়ি পর্যন্ত জ্যাম তৈরী হয়।
এক আন্দোলনরত শিক্ষার্থী বলেন আমরা গাজীপুর ডি.সি অফিসে যাব এই ব্যাপারে কথা বলতে।
Leave a Reply