এইচএসসি ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফলাফল ২০১৯ জানবেন যেভাবে

By আল মামুন মুন্না

Updated on:

১৭/০৭/২০১৯ তারিখ বেলা ১:০০ টায় একযোগে বিভিন্ন বোর্ড এর পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড এর ২০১৯ সালের এইচএসসি ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে সহজে কারিগরি শিক্ষা বোর্ড এর ফলাফল পাবেনঃPolytechnic

অনলাইনে সহজে কারিগরি শিক্ষা বোর্ড এর ফলাফল জানার উপায়ঃ অনলাইনে ফলাফল প্রকাশের পর সবাই www.educationboardresults.gov.bd সাইটে ফলাফল দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। ফলে ভিজিটর এর চাপ সামলাতে না পারায় ঐ সাইটে ঢুকে ফলাফল দেখা কঠিন হয়ে পড়ে। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড এর শিক্ষার্থীদের জন্য সুখবর হলো কারিগরি শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে একই সময় ফলাফল প্রকাশ করে থাকে। ফলে অনেকটা ঝামেলা ছাড়াই সেখান থেকে কারিগরি শিক্ষা বোর্ড এর ফলাফল জানা যাবে।

কারিগরি শিক্ষা বোর্ড এর এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল ২০১৯ দেখুন এখান থেকে

HSCBM, HSCVOC & DipCOM Result Download

Download BTEB HSC Result

অন্যান্য বোর্ড এর ফলাফল সহজে দেখার টিপস পাবেন এই লিঙ্কে।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার উপায়ঃ যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে কারিগরি শিক্ষা বোর্ড এর ফল পেতে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর (TEC) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC TEC 123456 2019

পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

এইচএসসি (বিএম, ভোক) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা-২০১৯ এর ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি

পরিসংখ্যানঃ

পরীক্ষার্থীর সংখ্যাঃ এ বছর ১ লাখ ২৪ হাজার ৩২০ জন শরীক্ষা অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ২ হাজার ৭১৫ জন শিক্ষার্থী। 

পাশের হারঃ গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। যা এবার বেড়ে এ দাঁড়িয়েছে ৮২ দশমিক ৬২ শতাংশে।

জিপিএ ৫ঃ এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন শিক্ষার্থী। ২০১৮ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী।

একনজরে পরিসংখ্যানঃ

পরীক্ষার্থীর সংখ্যাঃ ১,২৪,৩২০জন

পাশের হারঃ ৮২.৬২%

জিপিএ ৫ঃ ৩,২৩৬ জন

Leave a Comment