![abdus sobur sir](https://lekhaporabd.net/wp-content/uploads/2016/07/abdus-sobur-sir.jpg)
জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক জনাব সবুর আহমেদ স্যার। একজন সৎ নিষ্টাবান ও দায়িত্বশীল শিক্ষক।
![নিউজ ডেস্ক: জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক জনাব সবুর আহমেদ স্যার। একজন সৎ নিষ্টাবান ও দায়িত্বশীল শিক্ষক। আমাদের এই প্রাণপ্রিয় শিক্ষক বেশ কিছু দিন যাবত জটিল রোগে আক্রান্ত। যার ফলে উনি এখন চলাচল করতে পারেন না। স্যার এখন নিজের বাড়ি জকিগঞ্জ এর একটি হাসপাতালে চিকিৎসা দিন আছেন। স্যারের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এর মধ্যে স্যার অনেক টাকা ব্যয়ও করেছেন। এখনো স্যারের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তাই সবাই যে যার মত স্যার কে সাহায্য করুন। আর অর্থ দিয়েই শুধু সাহায্য করা যায় এমনটা নয়, স্যারের জন্য দোয়া করতে পারেন আপনি অথবা আপনার করা একটি শেয়ার থেকে কোন সামর্থ্যবান মানুষের চোখে পরতে পারে এই পোষ্ট। একটু হলেও তৈরি হতে পারে আমাদের স্যারের বেঁচে থাকার সম্ভাবনা । আমাদের স্যার কে নিয়ে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে, সেখান থেকেই প্রতিমুহূর্তের আপডেট জানতে পারবেন, সবার প্রিয় সবুর স্যার https://web.facebook.com/events/1700633456866334 আপনাদের একটু সহযোগিতাই হয়তো আমাদের স্যার কে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারে। সাধ্যমতো এগিয়ে আসার আহব্বান সবার প্রতি।সামর্থ্যবানেরা দয়া করে এগিয়ে আসুন। সাহায্য পাঠানোর ঠিকানা… (স্যারের পরিবারের ব্যাংক একাউন্ট ) Bank Account : Pubali Bank 592101073394 বিকাশ নাম্বার: 01726658858 যে কোন প্রয়োজনে, বিস্তারিত তথ্যের জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন: 01726658858 (স্যার), 01624061058 (দিলোয়ার হোসেন)।](https://4.bp.blogspot.com/-A8fptttAXtw/V4i1EKQStPI/AAAAAAAAC-8/ZB7qPb5SEgYgGnCHwzt0pBfL0aBeKXIwQCLcB/s200/IMG_5729_Fotor.png)
আমাদের এই প্রাণপ্রিয় শিক্ষক বেশ কিছু দিন যাবত জটিল রোগে আক্রান্ত। যার ফলে উনি এখন চলাচল করতে পারেন না। স্যার এখন নিজের বাড়ি জকিগঞ্জ এর একটি হাসপাতালে চিকিৎসা দিন আছেন।
স্যারের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এর মধ্যে স্যার অনেক টাকা ব্যয়ও করেছেন।
এখনো স্যারের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তাই সবাই যে যার মত স্যার কে সাহায্য করুন।
আর অর্থ দিয়েই শুধু সাহায্য করা যায় এমনটা নয়, স্যারের জন্য দোয়া করতে পারেন আপনি অথবা আপনার করা একটি শেয়ার থেকে কোন সামর্থ্যবান মানুষের চোখে পরতে পারে এই পোষ্ট। একটু হলেও তৈরি হতে পারে আমাদের স্যারের বেঁচে থাকার সম্ভাবনা ।
আমাদের স্যার কে নিয়ে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে, সেখান থেকেই প্রতিমুহূর্তের আপডেট জানতে পারবেন,
https://web.facebook.com/events/1700633456866334
![](https://3.bp.blogspot.com/-dT3lFV_DnvM/V4izJtIr_oI/AAAAAAAAC-Y/m2kU9VKswAQ7s2zfHOsFkLB5gU8xMnXWQCLcB/s640/Presentation2_Fotor.png)
আপনাদের একটু সহযোগিতাই হয়তো আমাদের স্যার কে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারে।
সাধ্যমতো এগিয়ে আসার আহব্বান সবার প্রতি।সামর্থ্যবানেরা দয়া করে এগিয়ে আসুন।
সাহায্য পাঠানোর ঠিকানা…
(স্যারের পরিবারের ব্যাংক একাউন্ট )
Bank Account :
Pubali Bank
592101073394
বিকাশ নাম্বার: 01726658858
যে কোন প্রয়োজনে, বিস্তারিত তথ্যের জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন:
01726658858 (স্যার), 01624061058 (দিলোয়ার হোসেন)।
Leave a Reply