শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
২৯ জুন ২০১৬ তারিখ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া নতুন এ ওয়েবসাইটের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েবসাইট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুশতাক আহমদ, অধ্যাপক আনোয়ারুল ইসলাম দিপু, অধ্যাপক জহিরুল হক, ড. বেলায়েত হোসেন ও রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, এ ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ফুটে উঠবে। নতুন ওয়েবসাইটে পর্যাপ্ত তথ্য সরবরাহ ও আধুনিকায়ন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব ধরনের তথ্য পাওয়া যাবে।
নতুন ওয়েবসাইটের ঠিকানাঃ www.sust.edu
Leave a Reply