বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য অতি প্রয়োজনীয় কিছু কথা

ঈদের পর পরই শিক্ষা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর মুখোমুখি হবে তোমরা,
হয়তো এই ভার্সিটি চান্সই ঠিক করবে, তুমি ভবিষ্যতে কি করবে? কতদুর যাবে?
তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপুর্ণ।
 
বতর্মান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষা ও শেখাটা অনেক সহজ হয়ে গেছে। অনেকে রাত-দিন ১৮ থেকে ২০ ঘন্টা পড়েও চান্স পায় না, আবার অনেকে ডেইলি ৫ ঘন্টা পড়েও চান্স পায়।
 
পরিশ্রম করলেই যদি চান্স হতো, তাহলে গাধা হতো বনের রাজা। আসলে দরকার সঠিক সিদ্ধান্ত, প্রযুক্তির সাথে আপডেট এবং অভিজ্ঞতা। আজ আমি আপনাদের এমন একটি অ্যাপের সন্ধান দিবো, যাতে আপনি বিশ্ববিদ্যালয় ভর্তির অনুরুপ সাজেশন বিশ্ববিদ্যালয়ের মত সময় ও প্রশ্নের সংখ্যা অনুযায়ী মডেল টেস্ট, লেকচার, কুইজ সবই আছে। এপপটি মাত্র কিছুদিন আগেই অ্যাপ স্টোরে আসে..
 
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের দিন ও পরীক্ষার দিন এই অ্যাপটি আপনাকে এলার্ম দিয়ে এবং নটিফিকেশন দিয়ে মনে করিয়ে দিবে। কোন বিশ্ববিদ্যালয় ভর্তির সময়সুচি প্রকাশিত হওয়ার সাথে সাথে অ্যাপের মাধ্যমে আপনার মোবাইলের নটিফিকেশনে চলে যাবে। যতখুশি মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে প্লে স্টোরে eshikhon দিয়ে সার্চ দিলেই চলে আসবে।
 
আপনার কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্টগুলো বার বার দিয়ে নিজেকে প্রস্তুত করুন। তোমাদের সকলের সফলতা কামনা করছি।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*