স্বাশিপ ঘোষিত উপজেলা পর্যায়ে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত

সন্ত্রাস ও জঙ্গীবাদরে বরিুদ্ধে স্বাধীনতা শিক্ষক পরষিদ (স্বাশিপ) ঘোষতি দেশব্যাপি উপজলোয় উপজলোয় সমাবশে ও মানববন্ধন র্কমসূচীর অংশ হসিবেে শনিবার সারাদশেে উপজলো পর্যায়ে সমাবশে ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।swaship

উক্ত কর্মসূচীর অংশ হিসেবে ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজলোয় স্বাধীনতা শিক্ষক পরষিদের উদ্যোগে শনিবার সকালে বঙ্গবন্ধু কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।Swaship

সংগঠনের আশুগঞ্জ উপজলো সভাপতি মোঃ শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবশেে বক্তব্য রাখনে, অধ্যক্ষ হাববিুর রহমান, হুমায়র কবীর, অধ্যক্ষ আঃ রহিম, ফারুক সিকদার, কবির হোসেন, রেজাউল আজাদ, মহিউদ্দনি আহমদে, মোমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আঃ লতিফ প্রমুখ।Swaship

সমাবশেে প্রধান অতথিরি বক্তব্যে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলনে, শুধু মাত্র আইন শৃংখলা বাহিনীর পক্ষে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন করা সম্ভব নয়। তিনি সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ছাত্র, শিক্ষক ও অভভিাবকসহ সমাজের সর্বস্তরের জনগনকে এগিয়ে আসার জন্য আহবান জানান।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*