বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাখাতে ২০১৬-১৭ অর্থবছরে ২৮ দশমিক ৩৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা আগের বছরের তুলনায় গবেষণাখাতে ৭৫ শতাংশ মঞ্জুরি বৃদ্ধি পেয়েছে।
২১ জুন ২০১৬ তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অতিরিক্ত পরিচালক ওমর ফারুখ জানান, অনুন্নয়ন বাজেটে ২০১৫-১৬ অর্থবছরে ৩২টি বিশ্ববিদ্যালয়ে গবেষণাখাতে বরাদ্দ ছিল ১৬ দশমিক ২৪ কোটি টাকা।
২০১৬-১৭ অর্থবছরে ৩৪টি বিশ্বিদ্যালয়ে ২৮ দশমিক ৩৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা আগের বছরের তুলনায় গবেষণাখাতে ৭৫ শতাংশ বেশি।
ইউজিসি জানায়, বর্তমানে শিক্ষা গবেষণায় সরকারের বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কারণেই ইউজিসি’র মঞ্জুরি বৃদ্ধি সম্ভব হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/গবেষকদের গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে।
Leave a Reply