Advertisements
আপনাদের সাইট থেকে অনেক তথ্য জানলাম। খুব উপকারী সাইট। যায় হোক একটা সমস্যায় পড়েছি তাই আপনাদের জানাচ্ছি, আশা করছি সমাধান পাব।
এবছর আমি একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করি 10 টি কলেজে কিন্তু এর ভিতর 1 টি কলেজে চান্স এসেছে যে কলেজে আমি ভর্তি হতে ইচ্ছুক না।এখন কি করা যায়? দ্বিতীয় মেধাতালিকা জন্য কি আমি এখন অপেক্ষা করব কি।আর যদি দ্বিতীয় মেধাতালিকায় কোন কলেজ না বাজে আমার, তাহলে কি আবার প্রথম মেধাতালিকায় চান্স প্রাপ্ত কলেজে ভর্তি হতে পারব?
অথবা পলিটেকনিকে কি ভর্তি হতে পারব ?
কিংবা আমি যদি এখন ওই কলেজে ভর্তি হই এরপর যদি দ্বিতীয় মেধাতালিকায় চান্স পাই তাহলে কি ওই কলেজ চেন্জ দ্বিতীয় মেধাতালিকায় চান্স প্রাপ্ত কলেজে ভর্তি হতে পারবো?