আহসান মঞ্জিলে জাতীয় বিশ্ববিদ্যালেয়ের ছাত্রছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত

Advertisements

Fans of জাতীয় বিশ্ববিদ্যালেয়ের সকল সেরা কলেজের ছাত্রছাত্রী গ্রুপ কর্তৃক আয়োজিত “এসো মিলি সৌহার্দের বন্ধনে”এই শিরোনামে গত ২৯ মে রোজ রবিবার আহসান মঞ্জিলে আয়োজন করা হয় এডমিন ও মেম্বার আড্ডা। Ahsan Monjil meetup

এসময় বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হন সৌহার্দের বন্ধনে সবাই মিলিত হতে। আড্ডা, বিনোদন, ফান ও বিভিন্ন আনান্দঘন মুহুর্তে কাটে বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষার্থীদের। Ahsan Monjil Meetup2

Fans of জাতীয় বিশ্ববিদ্যালেয়ের সেরা কলেজের ছাত্রছাত্রী গ্রুপের এডমিন নাঈমুর রহমান দুর্জয় এর নেতৃত্বে অনুষ্ঠানটি সফল ভাবে শেষ হয়। আগামীতে অনেক বড় আয়োজন করবে বলে গ্রুপের এডমিন ও উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ মত পোষণ করেন।

Leave a Comment