নোবিপ্রবিতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ০৬ মার্চ ২০১৬

Noakhali-University-Moral

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর বিভিন্ন বিভাগের শূন্য আসন পূরণের লক্ষ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে (আসন শূন্য থাকা সাপেক্ষে)।Noakhali-University-Moral
১। গ্রুপ ‘এ’-মেধাতালিকা ৩২১ – ৫২০ পর্যন্ত, মুক্তিযোদ্ধা কোটায় মেধাতালিকা ১৮ -৪৭ পর্যন্ত এবং উপজাতি কোটায় মেধাতালিকা ০৬-১০ পর্যন্ত। সাধারণ কোটায় ফলিত গণিত বিভাগে ৩৩টি আসন শূন্য আছে। মুক্তিযোদ্ধা কোটায় ফলিত গণিত বিভাগে ০৩ টি, এসিসিই বিভাগে ০১ টি এবং আইসিই বিভাগে ০২ টি, মোট =০৬ টি আসন শূন্য আছে। উপজাতি কোটায় এসিসিই বিভাগে ০১ টি আসন শূন্য আছে।
২। গ্রুপ ‘বি’-মেধাতালিকা ৭৪৭- ৯৪৬ পর্যন্ত, মুক্তিযোদ্ধা কোটায় মেধাতালিকা ৩৬-৫৫ পর্যন্ত এবং উপজাতি কোটায় মেধাতালিকা ১৪-১৮ পর্যন্ত। সাধারণ কোটায় এফটিএনএস বিভাগে ০৬টি, ইএসডিএম বিভাগে ২২টি এবং এগ্রিকালচার বিভাগে ০৩টি, মোট=৩১টি আসন শূন্য আছে। মুক্তিযোদ্ধা কোটায় এফটিএনএস বিভাগে ০১টি ও ইএসডিএম বিভাগে ৩টি , মোট =০৪ টি আসন শূন্য আছে। উপজাতি কোটায় এগ্রিকালচার বিভাগে ১টি আসন শূন্য আছে।
৩। গ্রুপ ‘সি’-মেধাতালিকা ৮৮-১০৭ পর্যন্ত, মুক্তিযোদ্ধা কোটায় মেধাতালিকা ০৬-১০ পর্যন্ত। সাধারণ কোটায় ইংরেজি বিভাগে ০৬টি আসন শূন্য আছে। মুক্তিযোদ্ধা কোটায় ইংরেজি বিভাগে ০১টি আসন শূন্য আছে।
৪। গ্রুপ ‘ডি’-মেধাতালিকা ৭২-৮১ (বিজ্ঞান), ৬৫-৮০ (বাণিজ্য) এবং ২৮-৩২ (মানবিক) পর্যন্ত। সাধারণ কোটায় ইকনোমিক্স বিভাগে (বিজ্ঞান) ০২টি, (বানিজ্য) ০৩টি ও (মানবিক) ০১ টি, মোট= ০৬টি আসন শূন্য আছে।

ভর্তির তারিখ ঃ ০৬.০৩.২০১৬ ।  ভর্তির স্থান  ঃ হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম, নোবিপ্রবি।  সময় ঃ সকাল ৯.৩০ টা।
মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারী পরিপত্র অনুযায়ী (মুক্তিযোদ্ধার সন্তান অগ্রাধিকার পাবে) ভর্তি করা হবে।  

ভর্তির প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. এসএসসি ও এইচএসসি’র মূল মার্কশিট  এবং প্রত্যেকটির একটি করে সত্যায়িত কপি অবশ্যই সঙ্গে আনতে হবে,

২ টেলিটক বাংলাদেশ লিমিডেট থেকে ডাউনলোডকৃত প্রবেশ পত্রের কপি,

৩. পাঁচ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি,

৪. নাগরিকত্ব সার্টিফিকেট/ জন্মনিবন্ধন/ পাসপোর্ট এর সত্যায়িত কপি,

৫.মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের পিতামাতার অনুকুলে সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং প্রয়োজনে দাদা-দাদী, নানা-নানীর, সম্পর্কের সার্টিফিকেট এর মূল কপি এবং সত্যায়িত কপি,

৬. উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি ভিত্তিক প্রত্যয়ন পত্রের মূল কপি ও সত্যায়িত কপি এবং

৭. প্রথম টার্মের ক্রেডিট আওয়ার ফিসহ অন্যান্য ফি-চার্জ বাবদ সকল গ্রুপের জন্য আনুমানিক ২২,০০০/- (বাইশ হাজার) টাকা ভর্তি  ফি-চার্জ সঙ্গে আনতে হবে।
উপরোল্লিখিত কাজগপত্র ব্যতীত কোন শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দেয়া হবে না।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*