ছাত্র/ছাত্রীরা এদিকে আসুন,এখন থেকে আপনার স্মার্টফোনেই হবে প্রতিদিনের পড়াশুনা।

আসসালামু আলাইকুম।
সকলেই ভালো আছেন নিশ্চয়ই?
আজ দারুণ একটা অ্যাপস শেয়ার করতেছি
আশা করি আপনাদের কাজে আসবে।
পরীক্ষায় ভাল ফলাফলের জন্য প্রয়োজন নিয়মিত অধ্যবসায়। তবে এখন থেকে শিক্ষার্থীদের প্রতিদিনের পড়াশোনা হবে স্মার্টফোনেই। এজন্য কার্যকরী অ্যাপস হতে পারে “মাই হোম- ওয়ার্ক”। অ্যান্ড্রয়েড ২.২ ওএস চালিত স্মার্টফোনে একজন শিক্ষার্থী সহজেই পড়াশোনার কর্মকান্ডের অনুসূচি তৈরি করতে পারবে ফোনেই।
যেখানে প্রতিদিনের পড়াশোনো, ক্লাশ রুটিন কিংবা শিক্ষকের বাড়ির কাজের সময় বিষদ বিবরণ সহ স্থান পাবে অনুসূচির তালিকায়। নির্দিষ্ট সময় বা পর্যায়ের উপর ভিত্তি করে ধাপে ধাপে এই অনুসূচি সাঁজাতে পারবে শিক্ষার্থী।
Lifemaza.Com
এছাড়াও কোন বিশেষ বিষয় বা বাড়ির কাজের পড়া সময় মতো শিক্ষার্থীকে স্মরণ করিয়ে দিতে কার্যকরী ৫.১ মোগাবাইট আকারের অ্যাপসটি। আপনার বন্ধু অনিচ্ছাকৃত ভাবে হলেও কোন ক্লাস করতে পারেনি; চিন্তার কিছু নেই। হাতের এক স্পর্শে মুহূর্তেই ক্লাসের পড়া, গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট কিংবা নোটিশ বন্ধুদের কাছে শেয়ারও করতে সক্ষম হালকা ধাঁচের অ্যাপসটি।

ঘরের বাইরে থাকলেও পড়াশোনার সঙ্গে আপোশ নয়, বরং অ্যাপসটির ‘অ্যাটাচ এন্ড রিসোর্সেস’ অপশনের সাহায্যে স্মার্টফোনেই
বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট কিংবা প্রতিদিনের পড়াশোনা করতে পারবে শিক্ষার্থী।

এখান থেকে ডাউনলোড করুন
Lifemaza.Com

আমি মনে করি অ্যাপসটা আপনাদের অনেক কাজে লাগবে বাহিরে থাকা কালীন ও আপনি আপনার ফোনে এই অ্যাপসটি থাকলে যেখানে থাকেন না কেন আপনি পড়তে পারবেন।
তো ডাউনলোড করে উপভোগ করুন।
ভালো লাগলে জানাবে ।

ধন্যবাদ ।।

আমার সাইট।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*