বই পরিচিতিঃ কোহেকাফের সলতে-রায়ান নূর

রায়ান নূর বর্তমান সময়ের একজন অন্যতম কবি ও কথাসাহিত্যিক৷ তিনি বিভিন্ন পত্র-পত্রপত্রিকায় কবিতা,গল্প,প্রবন্ধসহ গবেষণামূলক লেখালেখি করে পাঠকমহলের নজর কেড়েছেন৷Kohekafer Solte

তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়নরত৷ এছাড়াও তিনি তিনটি লিটলম্যাগের সম্পাদনা সহযোগী হিসেবে আছেন৷ ২০১৫ সালে প্রকাশিত তার সায়েন্স ফিকশন গ্রন্থ ‘বেনসন সাহেবের বৈজ্ঞানিক কারখানা (গ্লোব লাইব্রেরী)’ ব্যাপক পাঠকপ্রিয়তা পায়৷

এবারের অমর একুশে গ্রন্থমেলা―২০১৬ তে বিভিন্ন আঙ্গিক আর প্রেক্ষাপটের আঠারোটি গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘কোহেকাফের সলতে’৷

বইটির প্রচ্ছদ করেছেন আফসার নিজাম ৷ বইটি প্রকাশ করেছে গ্লোব লাইব্রেরী ,স্টল নং―১৯৬ ৷

বইটির মূল্য ―১৬০ টাকা ৷





About অরণ্য সৌরভ 47 Articles
আমি অরণ্য সৌরভ, লেখাপড়া করছি সরকারী সফর আলী কলেজ আড়াইহাজার, নারায়নগঞ্জ। পাশাপাশি কবি ও সাংবাদিক হিসেবে কাজ করছি মাসিক "হাতেখড়ি"তে showrov2500@gmail.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*