ফেইসবুকে প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর জেল ও কোটি টাকা জরিমানা

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অপপ্রচার করলে ১৪ বছর পর্যন্ত জেল ও এক কোটি টাকা জরিমানা করা হবে।
Facebook
১লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলার মধ্যে ০৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকসহ অন্য কোন ইলেকট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে।

এছাড়া অন্য কোনো ভাবে প্রশ্নপত্র ফাঁসের যে কোন ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে ৪ বছর পর্যন্ত জেল ও জরিমানা করার কথাও জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ফেসবুকে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ালে তা গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানানো যাবে, এজন্য ডিসি, ডিবিকে (০১৭১১৬০৫১৪৪) অভিযোগ করা যাবে।

পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। কন্ট্রোল রুমের ফোন নং-৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬। নিয়ন্ত্রণ কক্ষে ই-মেইলের (examcontrolroom@moedu.gov.bd) মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে ২৮ হাজার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৬ লাখ  ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী। ২০১৬ সালের এসএসসি সমমান পরীক্ষার সময়সূচি সহ বিস্তারিত তথ্য পাবেন এই লিঙ্কে





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*