প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ এর নতুন প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন

গত ২৮ জানুয়ারি ২০১৬ তারিখ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন চূড়ান্ত করেছে। প্রতিটি বিষয়ে যোগ্যতাভিত্তিক প্রশ্ন হবে ৬৫ শতাংশ এবং ট্র্যাডিশনাল প্রশ্ন হবে ৩৫ শতাংশ। শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধার্থে  ৬টি বিষয়ের নতুন প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন লেখাপড়া বিডি’তে দেয়া হলোঃ Primary Education

বাংলা

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান: ১০০

প্রদত্ত অনুচ্ছেদ/কবিতা/ছড়া (পাঠ্যবই থেকে) পড়ে ১ থেকে ৪ ক্রমিক প্রশ্নের উত্তর লিখন-

১। বহুনির্বাচনী প্রশ্ন (৫টি) ৫

২। প্রশ্নের উত্তর লিখন (৩টি) ১+২+২=৫

৩। শব্দার্থ লিখন (৫টি) ৫

৪। অনুচ্ছেদ/কবিতাংশের মূলভাব লিখন ৫

প্রদত্ত অনুচ্ছেদ/কবিতাংশ (পাঠ্যবই বহির্ভূত) পড়ে ৫, ৬ ও ৭ ক্রমিক প্রশ্নের উত্তর লিখন-

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখন (যোগ্যতাভিত্তিক পাঁচটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে) ১×৫=৫

৬। প্রদত্ত শব্দের অর্থ বুঝে শূন্যস্থান পূরণকরণ (যোগ্যতাভিত্তিক ৫টি শূন্যস্থান পূরণ থাকবে) ১×৫=৫

৭। অনুছেদ পড়ে প্রশ্নের উত্তর লিখন/বুঝিয়ে লিখন (যোগ্যতাভিত্তিক ৩টি প্রশ্ন থাকবে এবং প্রতিটির উত্তর লিখতে হবে) ৩×৫=১৫

৮। যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ (যোগ্যতাভিত্তিক) ২×৫=১০

৯। প্রদত্ত অনুচ্ছেদে যথাযথ বিরাম চিহ্নের ব্যবহারকরণ ৫

১০। এককথায় প্রকাশ(৫টি)/ক্রিয়াপদের চলিত রূপ লিখন (৫টি) (যোগ্যতাভিত্তিক) ৫

১১। বিপরীত শব্দ লিখন(৫টি)/সমার্থক শব্দ লিখন (৫টি) ৫

১২। কবিতার চরণ সাজিয়ে লিখন এবং কবিতা, কবির নাম ও প্রশ্নোত্তর লিখন: ১০

ক) কবিতার চরণগুলো সাজিয়ে লেখা-৬

খ) কবিতাংশটুকু কোন কবিতার অংশ-১

গ) কবিতাটির কবির নাম-১

ঘ) কবিতাংশ হতে প্রশ্ন (১টি)-২

১৩। ফরম পূরণকরণ (যোগ্যতাভিত্তিক) ৫

১৪। দরখাস্ত/চিঠি লিখন (যোগ্যতাভিত্তিক) ৫

১৫। রচনা লিখন (যোগ্যতাভিত্তিক) (৪টি রচনা দেয়া থাকবে এর মধ্যে যেকোনো ১টির উত্তর লিখতে হবে। ইঙ্গিত দেয়া থাকবে। উত্তর ২০০ শব্দের মধ্যে হবে।) (যোগ্যতাভিত্তিক) ১০

English

Time: 2 hours 30 minutes, Full marks: 100

Read the text and answer the questions 1, 2, 3 and 4 (This text/ dialogue / diagram/ picture will be taken from English for Today Class V book)

  1. Multiple choice questions (MCQ) l × 10 =10
  2. Match given words with their meanings/ Fill in the blanks. 1×5=5
  3. Answer short questions. (5 short constructed response questions will be given and students will have to answer all of them) 10
  4. Short Composition (Free writing or answering a set of questions related to text. Students will write at least five sentences related to the topic. Capital letters, punctuations, spelling and sentence structure will be marked.) 10

Read the text and answer the questions 5, 6, 7, 8 and 9 (This text/dialogue/diagram/picture will NOT be taken from English for Today Class V but it must be of similar difficulty level for Grade V students)

  1. Multiple choice questions (Competency based) l × 10 =10
  2. Fill in the blanks with the given words (Competency based) 1×5=5
  3. Answer short questions (5 short constructed response questions will be given and students will have to answer all of them) (Competency based) 10
  4. Short Composition (Free writing or answering a set of questions related to text. Students will write at least five sentences related to the topic. Capital letters, punctuation, spelling and sentence structure will be marked.) (Competency based) 10
  5. Write simple personal letter (clues will be given and students will have to write at least six sentences accordingly) (Competency based) 10
  1. Short questions (Students will answer all questions by understanding short informative text/ instructions/ activities/ suggestions/directions procedures to do any work) (Competency based) 1+2+3=6
  2. Short questions Fill in the blanks (By using information related to days, months, time or cardinal & ordinal numbers in tables or columns or words for figures, students will answer Short questions/ fill in the gaps.) (Competency based) 5
  3. Rearrange words in the correct order to make meaningful sentences. (Competency based) 1×5 =5
  4. Form Completion (Students will complete a form by using given information)(Competency based) 4

গণিত

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান: ১০০

[সকল প্রশ্নের উত্তর দিতে হবে। ডান পার্শ্বের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]

১. বহুনির্বাচনী প্রশ্ন (২৪টি প্রশ্ন থাকবে যার মধ্যে প্রথম ২০টি হবে যোগ্যতাভিত্তিক) ১×২৪=২৪

২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১০টি প্রশ্ন থাকবে যার মধ্যে প্রথম ৫টি হবে যোগ্যতাভিত্তিক) ১×১০=১০

৩. চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি (যোগ্যতাভিত্তিক) (২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮

৪. ল.সা.গু. ও গ.সা.গু. (যোগ্যতাভিত্তিক) (২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮

৫. সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা (যোগ্যতাভিত্তিক) (২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮

৬. গড় সম্পর্কিত সমস্যা (যোগ্যতাভিত্তিক) (২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮

৭. দশমিক ভগ্নাংশ/শতকরা সম্পর্কিত সমস্যা (২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮

৮. জ্যামিতি ৪+৬ = ১০

(ক) নির্দেশনা অনুসারে চিত্র অংকন ৪

(খ) চিত্রসহ বৈশিষ্ট্য লিখন (৩টির মধ্যে ২টি) ৩×২=৬

৯. পরিমাপ সম্পর্কিত সমস্যা (যোগ্যতাভিত্তিক) (২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮

১০. সময়/উপাত্ত বিন্যস্তকরণ সম্পর্কিত সমস্যা (২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮

বি.দ্র.: ৩ থেকে ৭ নম্বর এবং ৯ থেকে ১০ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লিখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না।

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান: ১০০

১. বহুনির্বাচনী প্রশ্ন (৫০টি প্রশ্ন থাকবে যার মধ্যে প্রথম ৩৫টি হবে যোগ্যতাভিত্তিক) ১×৫০=৫০

২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১৫টি প্রশ্ন থাকবে যার মধ্যে প্রথম ৫টি হবে যোগ্যতাভিত্তিক) ১×১৫=১৫

৩. কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (১০টি প্রশ্ন থাকবে যার মধ্যে প্রথম ৫টি হবে যোগ্যতাভিত্তিক ও আবশ্যিক এবং অবশিষ্ট প্রশ্নের মধ্যে যেকোনো ২টি প্রশ্নের উত্তর লিখন) ৫×৭=৩৫

প্রাথমিক বিজ্ঞান

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান: ১০০

১। বহুনির্বাচনী প্রশ্ন (৫০টি প্রশ্ন থাকবে যার মধ্যে প্রথম ৩৫টি হবে যোগ্যতাভিত্তিক) ১×৫০=৫০

২। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১৫টি প্রশ্ন থাকবে যার মধ্যে প্রথম ৫টি হবে যোগ্যতাভিত্তিক) ১×১৫=১৫

৩। কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (১০টি প্রশ্ন থাকবে যার মধ্যে প্রথম ৫টি হবে যোগ্যতাভিত্তিক ও আবশ্যিক এবং অবশিষ্ট প্রশ্নের মধ্যে যেকোনো ২টি প্রশ্নের উত্তর লিখন) ৫×৭=৩৫

ধর্ম (ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ধর্ম)

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান: ১০০

১। বহুনির্বাচনী প্রশ্ন (৫০টি প্রশ্ন থাকবে যার মধ্যে প্রথম ৩৫টি হবে যোগ্যতাভিত্তিক) ১×৫০=৫০

২। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১৫টি প্রশ্ন থাকবে যার মধ্যে প্রথম ৫টি হবে যোগ্যতাভিত্তিক) ১×১৫=১৫

৩। কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (১০টি প্রশ্ন থাকবে যার মধ্যে প্রথম ৫টি হবে যোগ্যতাভিত্তিক ও আবশ্যিক এবং অবশিষ্ট প্রশ্নের মধ্যে যেকোনো ২টি প্রশ্নের উত্তর লিখন) ৫×৭=৩৫





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*