২০১৫-২০১৬ সেশন এ যারা অনার্স /ডিগ্রি /প্রফেশনাল ভর্তি আবেদন করেছেন,
তাদের কিছু প্রশ্ন ও সমাধান →↓↓
;
রিলিজ স্লিপের আর কোন রেজাল্ট দিবে কি?
.
→ উত্তর: না, রিলিজস্লিপের রেজাল্ট একটাই, প্রাথমিকভাবে অনার্স ভর্তির মত ১ম মেধা, ২য়
মেধা ও কোটার রেজাল্ট এর মত আর কোন রেজাল্ট দিবে না। রিলিজস্লিপের রেজাল্ট শুধু
একবারেই শেষ।।
.
→ তবে রিলিজস্লিপ আবেদন এর সুযোগ ২ বার দেওয়া হয়। একটি ১ম রিলিজস্লিপ (ইতিমধ্যে
ভর্তি শেষ) অপরটি ২য় রিলিজস্লিপ। ২য় রিলিজস্লিপের রেজাল্ট ও একবারই।
.
জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় রিলিজ স্লিপ দিবে কি না? আর দিলেও সেটা কবে দিবে?
.
→ উত্তর: ১ম রিলিজস্লিপের ভর্তি শেষ হওয়ার পর সিট ফাঁকা থাকা সাপেক্ষে ২য়
রিলিজস্লিপ এর আবেদন এর সুযোগ দিতে পারে। সেই অনুযায়ী বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে এখনও কিছু সংখ্যক সিট রয়েছে, সুতরাং ২য় রিলিজস্লিপ দিবে ।।।
.
→ ২য় রিলিজস্লিপ দেওয়ার সম্ভাবনা রয়েছে আগামি ফ্রেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহের মধ্যে।
.
২য় রিলিজস্লিপ এর আবেদন কেমনে করতে হয়?
.
→ উত্তর: ১ম রিলিজস্লিপ এর আবেদন অনলাইনে যেভাবে করেছিলেন ঠিক একই ভাবে।
.
২য় রিলিজস্লিপে যদি চান্স না হয় তাহলে আমরা কি করবো? আমরা কি আর অনার্স
পড়তে পারবো না?
.
→ উত্তর: চান্স না পেলে আর কোন সুযোগ নাই অনার্স করার ( ২য় বার যারা আবেদন
করেছেন তাদের জন্য)।
.
→ তবে যদি আপনার এটা ১ম টাইম হয় তাহলে পরের বছর অর্থাৎ ২০১৬-২০১৭ সেশন এu আগামি বছর আবার আবেদন করতে পারবেন।
.
→ আর যারা ডিগ্রিতে চান্স পেয়েছেন/ পাবেন তারা ডিগ্রি করবেন, যারা প্রফেশনাল এ চান্স পেয়েছেন/ পাবেন তারা প্রফেশনাল কোর্স এ পড়বেন। আর যারা ডিগ্রী বা প্রফেশনাল কোনটাই আবেদন করেন নি তারা প্রাইভেটে ভর্তি হতে পারেন।
.
ডিগ্রি/ প্রফেশনাল এর রেজাল্ট কয়টি?
.
→ উত্তর: অনার্সের মতই—- ১ম মেধা তালিকা (ইতিমধ্যে যা শেষ), ২য় মেধা তালিকা +মাইগ্রেশন তারপর কোটা+ মাইগ্রেশন এবং রিলিজস্লিপ এর মাধ্যমে ভর্তি।
.
ডিগ্রি ও প্রফেশনাল এর ২য় মেধা তালিকার রেজাল্ট কবে দিবে?
→ উত্তর: জাতীয় বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে কোন নোটিশ দেয়নি,তবে ধারনা করা যায়,, ফ্রেব্রুয়ারির ১ম সপ্তাহে দিতে পারে।
.
আমি ডিগ্রি / প্রফেশনাল এর ১ম মেধা তালিকায় ভর্তি হতে পারি নাই / ইচ্ছাকৃত ভাবে ভর্তি হয়নি, তাহলে আমি কি ভর্তি হওয়ার সুযোগ পাবো?
.
→ উত্তর: হ্যা পাবেন, সেটা রিলিজস্লিপের মাধ্যমে (চান্স পাওয়ার পর) ভর্তি হতে পারবেন।
.
ডিগ্রি ও প্রফেশনাল এর রিলিজস্লিপের আবেদন কেমনে করতে হবে আর কিভাবে?
.
→ উত্তর: অনার্স রিলিজস্লিপের ন্যায় একই ভাবে ৫টি কলেজ বাংলাদেশের যে কোন প্রান্তে।
“ধন্যবাদ”
Leave a Reply