জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ঘোষিত রুটিন অবিলম্বে পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা কলেজের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থীরা। ১২ জানুয়ারি ২০১৬ তারিখ মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে একদিন পরপর পরীক্ষা নেওয়ার মতো অযৌক্তিক রুটিন তৈরি করেছে। কোনো বিষয়ের প্রস্তুতির জন্য একদিন সময় যথেষ্ট নয়। এর আগে কখনও এমন রুটিন করা হয়নি বলে তারা জানান, ২০১৩-১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় দুই পরীক্ষার মাঝে যেখানে ৩ থেকে ৬ দিন বন্ধ রাখা হয়েছে, একই বিষয়ে এবার বন্ধ দেওয়া হয়েছে ১ দিন।
আগামী মার্চে অনুষ্ঠিতব্য তৃতীয় বর্ষের পরীক্ষায়ও দুই পরীক্ষার মাঝে প্রস্তুতির জন্য বন্ধ দেওয়া হয়েছে কমপক্ষে ৩ থেকে ৭ দিন। এমনকি সনাতন ধর্মাবলম্বীদের উৎসব স্বরস্বতী পূজা উপলক্ষে সরকারি ছুটির দিনে ১৩ ফেব্রুয়ারিও পরীক্ষা রাখা হয়েছে ‘বিতর্কিত’ এ রুটিনে। সেশনজট থেকে বাঁচানোর নামে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া এ রুটিন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষায় শিক্ষার্থীদের কোনো আপত্তি নেই। তবে ভালোভাবে প্রস্তুতির জন্য প্রত্যেক দুই বিষয়ের মাঝে বিষয়ভেদে কমপক্ষে ৩ থেকে ৫ দিন সময় দিয়ে নতুন রুটিন প্রণয়নের অনুরোধ জানান তারা।
Leave a Reply