ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ফাযিল সম্মান শ্রেণীতে ভর্তি তথ্য

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত ও অনুমতিপ্রাপ্ত ফাযিল ও কামিল মাদরাসাগুলোতে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ফাযিল সম্মান (৪ বছর মেয়াদী) শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এই কোর্সে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ Fazil Admission


ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের নূন্যতম যোগ্যতাঃ ২০১৪ অথবা ২০১৫ সনের আলিম/সমমান ও দাখিল/সমমান পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে পৃথক পৃথকভাবে কমপক্ষে GPA ২.০০ (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত ছাত্র-ছাত্রীগণই আবেদন করতে পারবে৷

ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপত্রের মূল্য নির্ধারণঃ প্রতিটি প্রাথমিক আবেদনপত্র (ফরম)-এর মূল্য ৩৫০/=(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক আবেদনপত্রের বিক্রিত অর্থ থেকে সংশ্লিষ্ট মাদরাসা ৫০% এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ৫০% অর্থ পাবে৷

প্রাথমিক আবেদনপত্র বিক্রয়লব্ধের ৫০% অর্থের টি.টি. (রেজিস্ট্রার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর হিসাব নম্বরঃ
(STD) ০২০০০০৪৩৮৩৩৬৫ অগ্রণী ব্যাংক, সাতমসজিদ রোড শাখা-এর অনুকুলে (অগ্রণী ব্যাংকের টি.টি. ছাড়া অন্য কোন
ব্যাংকের ড্রাফট/টি.টি গ্রহণ করা হবে না) জমা দিতে হবে৷ টি.টি রশিদের অপর পৃষ্ঠায় মাদরাসা প্রধানের সীল ও স্বাক্ষরসহ Tot
list-এর সাথে সংযুক্ত থাকতে হবে৷

প্রাথমিক আবেদনপত্র (ফরম) ও ফি’জমা দেয়ার তারিখ নির্ধারণঃ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীগণকে এই আবেদনপত্রটি ডাউনলোড করে পূরণপূর্বক আগামী ৫/১০/২০১৫ইং থেকে ২০/০১/২০১৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট মাদরাসায় নির্ধারিত ফি’সহ জমা দিতে হবে৷

Fazil Admission 2015-16

অনুমতিপ্রাপ্ত / সংশ্লিষ্ট মাদরাসার নাম :

একজন ছাত্র/ছাত্রী নিম্নবর্ণিত মাদরাসায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ফাযিল সম্মান (৪ বছর মেয়াদী) শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে…
১. সরকারী মাদরাসা-ই-আলিয়া, ঢাকা

২. শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসা, গাজীপুর

৩. দারম্নন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ঢাকা

৪. কাদেরীয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা, ঢাকা

৫. সরকারী আলিয়া মাদরাসা সিলেট, সিলেট

৬. জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম

৭. খুলনা কামিল মাদরাসা, খুলনা

৮. ঝালকাঠী এন.এস. কামিল মাদরাসা,ঝালকাঠী

৯. ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম কামিল মাদরাসা,রংপুর

১০. তা’মীরম্নল মিলাত কামিল মাদরাসা, ঢাকা

১১. মদিনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী

১২. নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসা, নওগাঁ

১৩. হয়বতনগর এ.ইউ. কামিল মাদরাসা, কিশোরগঞ্জ

১৪. এন, আকন্দ কামিল মাদরাসা ,নেত্রকোনা

১৫. পাবনা কামিল মাদরাসা ,পাবনা

১৬. জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদরাসা, জয়পুরহাট

১৭. ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসা ,দিনাজপুর

১৮. রাঙ্গুনীয়া আলমশাহপাড়া কামিল মাদরাসা ,চট্টগ্রাম,

১৯.বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদরাসা ,সিলেট

২০. হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা ,সিলেট

২১. কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসা, চট্টগ্রাম

২২.চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম

২৩. দারম্নল উলুম কামিল মাদরাসা, চট্টগ্রাম

২৪. ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম

২৫. ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা,কক্সবাজার

২৬. কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসা,কক্সবাজার

২৭. ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা, চাঁদপুর

২৮. কুওয়াতুল ইসলাম কামিল মাদরাসা, কুষ্টিয়া

২৯. উলস্নাপাড়া কামিল মাদরাসা, সিরাজগঞ্জ

৩০. চাঁপাইনবাবগঞ্কামিল মাদরাসা, চাঁপাইনবাবগঞ্জ

৩১. ছোবহানিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম।

উল্লেখ্য, ফাযিল সম্মান শ্রেণিতে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন- (ফাযিল ও কামিল মাদরাসা অধিভূক্তি, একাডেমিক ও পরীক্ষা সংক্রানত্ম অর্ডিন্যান্স) অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয়ে প্রণীত কারিকুলাম অনুযায়ী পরিচালিত হবে।

[২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ফাযিল সম্মান শ্রেণীতে ভর্তর নির্দেশিকা ডাউনলোড]

[২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ফাযিল সম্মান শ্রেণীতে ভর্তর আবেদন ফরম ডাউনলোড]





About আল মামুন মুন্না 818 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*