ফ্রীতে ক্লাস করুন ইসলামিক শিক্ষা এবং গবেষণা ফাউন্ডেশন এ

IERF সম্পর্কে

প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম……IERF

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

IERF এর দ্বারা বুঝায় Islamic Education and Research Foundation ( ইসলামিক শিক্ষা এবং গবেষণা ফাউন্ডেশন )। এটি একটি রাজনীতি মুক্ত আন্তর্জাতিক ইসলামিক শিক্ষা , গবেষণা, সমাজ সেবা, এবং দাওয়া প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য হচ্ছে কোর’আন এবং সুন্নাহ এর আলোকে সঠিক ইসলামিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাসুল (সঃ) যে ভাবে ইসলাম পালন করেছেন, শিখিয়েছেন এবং তাঁর সাহাবীরা (রা) যে ভাবে তা অনুসরণ করেছেন, আমরাও ঠিক সে ভাবে ইসলামকে জানতে চাই এবং তা পালন করতে চাই, আর আমরা আপনাকে এ ব্যাপারে সহযোগিতা করবো ইনশা আল্লাহ্‌।

আমাদের এই ওয়েবসাইটিতে পাবেন ইসলামিক লাইব্রেরি, প্রবন্ধ, অডিও লেকচার, ভিডিও লেকচার, প্রশ্ন/উত্তর, বিভিন্ন প্রোগ্রাম, ইভেন্ট ইত্যাদি। আমাদের এখানে আরো পাবেন একটি অনলাইন ক্লাস রুম যা ২৪ ঘণ্টা খোলা আছে এবং এতে লগিন করে আপনি দেশ-বিদেশ এর অনেক শাইখদের লেকচার লাইভ শুনতে পারবেন এবং সরাসরি প্রশ্ন করতে পারবেন ইনশা আল্লাহ। আমাদের সাইট এ শাইখদের তালিকাএবং তাদের অনলাইন লেকচার এর সময় সূচি দেখে নিন এবং আর দেরি না করে আজই ইসলামিক অনলাইন ক্লাস রুমে যোগ দিন।

আসুন আমরা কোর’আন ও সুন্নাহ এর আলোকে জীবন পরিচালনা করি এবং বিদাত, শিরক ও কুফরি মুক্ত ইসলাম পালন করি। আমিন

আই,ই,আর,এফ এর অতীত,চলমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা  

শিক্ষা বিভাগ :

আই,ই,আর,এফ এর শিক্ষা বিভাগ বিভাগের প্রথম প্রকল্প হচ্ছে অনলাইন ইসলাকি শিক্ষা যা ২০১১ থেকে পরিচালিত হচ্ছে । আই,ই,আর, এফ এর একটি অনলাইন ক্লাস রুম রয়েছে যা ২৪ ঘণ্টা খোলা থাকে এবং এতে দেশী-বিদেশী বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ,গবেষক ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীগণ সরাসরি ক্লাস নিয়ে থাকেন। এতে দেশে-বিদেশে অনেক ভাই বোনেরা উপকৃত হচ্ছে  এবং এখানে প্রশ্ন-উত্তরের মাধ্যমে সঠিক ইসলামিক শিক্ষা অর্জন করতে সক্ষম হচ্ছে। বর্তমানে অনলাইন ক্লাস রুমের ছাত্র / ছাত্রী সংখ্যা ৪৬১৬ ।

আমাদের অনলাইন কার্যক্রম :

ক. কোরআন শিক্ষা কোর্স
খ. দাওয়া প্রশিক্ষন কোর্স
গ. বিষয় বিষয় বিত্তিক বিভিন্ন কোর্স তাহারাত,সালাত,সিয়াম সম্পন্ন করেছি এবং চলছে ।
ঘ. অনলইন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযেগিতা ।
ঙ. অনলাইন কুইজ প্রতিযোগিতা চলছে ।

কিভাবে আই,ই,আর,এফ অনলাইন ক্লাস রুম প্রবেশ করবেন?
http://ierf.me/class2/  এই লিংক এ গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করে লগ-ইন করবেন। রেজিষ্ট্রেশন করতে ইউজার নেইম,ই-মেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিলেই রেজিষ্ট্রেশন হয়ে যাবে। তারপর ইউজার নাম, পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলেই ক্লাসে আংশ নিতে পারবেন ইনশা আল্লাহ। সহযোগিতার জন্য স্কাইপিতে ( ierf.me ) Email : info@ierf.me  যোগাযোগ করুন ।

ভবিষ্যৎ পরিকল্পনা ….. 

  • বাংলাদেশের একটিও সহিহ আকীদার প্রতিষ্ঠান আর্থিক,দক্ষ শিক্ষকের অভাবে যেন বন্ধ হয়ে না যায় সেই লক্ষ্যে কাজ করা  ।
  • দরীদ্র ও মধ্যবিত্ত পরিবারে সামর্থের কথা বিবেচনা করে উচ্চমান সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ।
  • এমন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যাতে একজন ছাত্র ইসলামি শিক্ষার পাশাপাশি ও দুনিয়ার প্রয়োজনীয় শিক্ষা ও অর্জন করতে পারে ।
  • শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কোরআন ও সহিহ সুন্নার সঠিক আকিদার জনশক্তি তৈরী করা।
  • সঠিক ইসলামিক শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজ থেকে যাবতিয় অনৈসলামিক কার্যকলাপ ও কুসংস্কার মূলউৎপাটনে  ঐক্যবব্ধ ভাবে কাজ করা ।

সমাজ সেবা বিভাগ:

মানুষের কাছ থেকে হাত পেতে নেয়ার চেয়ে অন্তর খুলে কিছু দেয়ার সময় এসেছে যদিও বাংলাদেশে বেশকিছু প্রতিষ্ঠান সমাজসেবা কার্যক্রম চালিয়ে আসছে কিন্ত পরিতাপের বিষয় এইযে আধিকাংশ  ক্ষেত্রে তাদের  কার্যকলাপ কোরআন ও সুন্নার সাথে সাংঘর্শীক। পরিপূর্ন ইসলামিক দিকনির্দেশনা মুলক প্রতিষ্ঠান সীমিত হওয়ার কারনে মানুষ বাধ্য হয়ে এ সকল প্রতিষ্ঠান এর সাথে সস্পৃক্ত হচ্ছে । বর্তমানে মুসলিম সমাজ মানবসেবা থেকে অনেক দুরে সরে যাচ্ছে যেমন, ৮৮ % মুসলিম হওয়ার সত্তেও ফরমালীনের বিষাক্ত ছোবল থেকে সমাজ মুক্ত নয় । প্রিয় নবী মুহাম্মাদ (সা:) আমাদেরকে ইসলামিক জীবন বিধানের পাশাপাশি মানবসেবায় উৎসাহিত করেছেন । তারই আলোকে সমাজসেবার মাধ্যমে মানুষের কাছে সঠিক ইসলামিক জ্ঞান পৌছানো আমাদের মূল ও প্রধান লক্ষ্য ।

অতীত ও চলমান কর্য়ক্রম :

  • রানা প্লাজা পূর্ণবাসন প্রকল্প ।
  • যাকাত বিতরণ প্রকল্প ।
  • খাদ্য পন্য মাধ্যমে যাকাতুল ফিতর বিতরণ যে ভাবে নবী মুহাম্মাদ (সা:) নির্দেশ দিয়েছেন । অতিতে ৪ টি কেন্দ্রে বিতরণ করেছি এবার ও আরো ব্যপক ভাবে বিতরণ করার উদ্যোগ গ্রহন করা হয়েছে ইনশা আল্লাহ।
  • রক্তদান কর্মসুচী ( অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে ) ।
  • মসজিদ পূননির্মানে সহায়তা প্রদান ।
  • ইসলামিক স্কুল পরিচালনায় সহায়তা প্রদান ।

ভবিষ্যত পরিকল্পনা …..

  • বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা । উল্লেক্ষ্য যে ফ্রি-ফ্রাইডে ক্লিনিক চালু করা ।
  • দ্বীনই ভাইদের আত্ন-কর্মসংন্থান প্রকল্প ।
  • দরিদ্র জনগোষ্টীকে আত্ম-কর্মসংস্থানএর মাধ্যমে ইসলাম এর দিকে ধাবিত করা ।
  • হাসপাতাল প্রতিষ্ঠা করা ।

ইসলামিক দাওয়া বিভাগ :

অতীত ও চলমান কর্য়ক্রম :

  • আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে যেমন ফেসবুক, টুইটার, স্কাইপি তথা অনলাইন ক্লাস রুম এর মাধ্যমে সঠিক ইসলামিক দাওয়াতি কার্যক্রম জাতিয় ও আন্তরর্জাতিক ভাবে পরিচালনা করে আসছে । যেখানে বিশ্বের বিভিন্ন দেশে অবন্থানরত ভাই-বোনদের সঠিক ইসলামের ঈমান ও আকীদা বিষয়ক জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে আমাদের অনলাইন ইসলামিক স্কুলের মাধ্যমে ।
  • পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দাওয়াতি টিম নিরলস ভাবে কাজ কাজ করে যাচ্ছে ।
  • অনলাইন স্কুলের মাধ্যমে ৪০ এর অধিক মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা প্রাপ্ত শিক্ষক এর মাধ্যমে পাঠদান চলছে ।
  • ইসলামিক লাইব্রেরী প্রতিষ্ঠার মাধ্যমে ফ্রি বই বিতরণ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা হচ্ছে।
  • এখানে উল্লেক্ষ্য প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক কৈাতুহলী ভাই আমাদের লইব্রেরীতে এসে সঠিক দ্বীন শিখার চেষ্ঠা করছে ।
  • লাইব্রেরীকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ব্য ভাবে দ্বীন প্রচারে সচেষ্ট হচ্ছি ।

ভবিষ্যত পরিকল্পনা …..

  • কেন্দ্রীয় ইসলামিক দাওয়া সেন্টার প্রতিষ্ঠা করা ।
  • দেশের প্রত্যন্ত অঞ্চলে সঠিক আকীদা ভিত্তিক ইসলামিক লাইব্রেরী করা ।
  • ঔক্যবদ্ব্য ভাবে দেশ-বিদেশে টিম গঠন করে দাওয়াতি কর্য্যক্রম পরিচালনা করা ।
  • জেলা,উপজেলা তথা গ্রাম পর্যয়ে আমাদের বিজ্ঞ আলেমদের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম বেগবান করা ।

আমাদের সাফল্য থাকার সত্বেও আমরা অনেক ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি। সকল বাধা বিপত্তি আতিক্রম করে আল্লাহর অশেষ রহমতে আমরা আজ এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ । মহান আল্লাহ কাছে আমরা এবং আই, ই , আর , এফ এর পক্ষ থেকে রহমত ও সাহায্য কামনা করছি । আপনাদের মূল্যবান পরামর্শ , উপদেশ ও সহযোগিতা একান্ত ভাবে কমনা করছি । মহান আল্লাহর কাছে সঠিক দ্বীনই জ্ঞান অর্জন ও আমল করার তৌফিক কামনা করছি – আমীন ।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*