পিএসসিতে পাসের হার ৯৮.৫২%

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।পিএসসিতে পাসের হার ৯৮.৫২%

ফলাফলে ঢাকা বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ, রাজশাহী বিভাগে পাসের হার ৯৯ শতাংশ, খুলনা বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৪১ শতাংশ, বরিশাল বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৩০ শতাংশ, সিলেট বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ ও রংপুর বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৫৬ শতাংশ।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।





About Diluar Hussen 7 Articles
Diluar Hussen was born on 24th july 1995 in LalaBazar, Sylhet, Bangladesh. He is a very simple person but he loves to accept challenges. He does strongly believe in luck that it can be changed only by hard works. He also believes that his honesty is to build himself and humanity is to build the society. He got very big dreams all about his country as well as our helpless people. He will disclose these very soon in public and start the mission. Keep him in your prayers and go ahead with your dreams, the almighty Allah is with you. Thank you very much and look after yourself. Where ever you are, be safe and plan for tomorrow..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*