আজ সারাদেশে প্রকাশিত হবে ২০১৫ সালের জেএসসি-জেডিসি এবং প্রাথমিক সমাপনির ফলাফল। আজ সকাল ১০ টায় শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে এ ফল তুলে দেবেন। ফল প্রকাশের পর আপনার মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এছাড়া ইন্টারনেট ও স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়েও ফলাফল জানা যাবে।
PSC & JSC Result 2015
উল্লেখ্য, ২০১৫ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা গত ০১ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর। এবার এ পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন অংশ নেয়।
গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ২৪১ জন। বিদেশের ৮টি কেন্দ্রসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ছিলো বেশি। ছাত্রের সংখ্যা ছিলো ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ছিলো ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন।
Leave a Reply