চালু হল নতুন একটি এডু বিষয়ক বাংলা ব্লগ শিক্ষাদূত ডট কম! আপনিও লেখক হোন ও পুরষ্কার জিতুন!!

আসসালামু আলাইকুম।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। চলছে বিজয়ের মাস। এই বিজয় দিবসে যারা শহীদ কিংবা আত্নত্যাগ করেছিলেন সেইসব সকল শহীদদের জানাচ্ছি সালাম এবং তাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করি।

 
আজকের টিউনে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে নতুন একটি এডু বিষয়ক ব্লগ সাইট সম্পর্কে। যেখানে আপনি অন্যান্য ব্লগ সাইটের মত ব্লগ করতে পারবনে। তবে এখানে আপনি শিক্ষা বিষয়ক ব্লগ করতে পারবেন যেমনঃ লেখাপড়া, কাব্য, ছোট গল্প, রম্য রচনা, ভ্রমনা কাহিনী, সায়েন্স ফিকশন এবং সাথে কম্পিউটার প্রযুক্তি বিষয়ক। বিস্তারিত জানতে পারবেন তাদের ওয়েব সাইটে। সাইটটি এখনো ট্রায়াল হিসাবে কাজ চলছে। এই মাসের ১৬ই- ডিসেম্বর তারিখে যাত্রা শুরু করেছে। আশা করা যায়, আপনাদের মত সম্মানীত ভিজিটর ও ব্লগারদের অনুপ্রেরনা পাইলে সাইটটি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ্। বিশেষ করে এখানে ব্লগার হিসাবে প্রাধান্য পাবে যারা স্টুডেন্ট, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন। তারপরেও যে কোন বয়সের কিংবা পেশাধারী টেকনোলজী ও শিক্ষা বিষয়ক লেখা করতে পারবনে।
সুতরাং আপনিও লেখক হিসাবে সাইটে যোগ দিন। আপনার মেধার বহিঃ প্রকাশ ঘটান এবং অন্যকেও অনুপ্রেরনা করুন।

 সাইটের নাম “শিক্ষা দূত ডট কম

www.shikkhadut.com

 

ScreenShot009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *