ইতিহাসের এই দিনে – ৫ই ডিসেম্বর

বিশেষ দিবস

  • আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবক দিবস।

ঘটনাবলী

  • ১৩৬০ সালের এই দিনে ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়।
  • ১৪৫৬ সালের এই দিনে নেপলসে ভয়াবহ ভূমিকম্পে ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়।
  • ১৭৫৭ সালের এই দিনে প্রুশিয়ার সেনাবাহিনীর কাছে অস্ট্রিয়া পরাজিত হয়।
  • ১৭৬৬ সালের এই দিনে লন্ডনে প্রথম নিলাম ডাক শুরু হয়।
  • ১৭৯২ সালের এই দিনে জর্জ ওয়াশিংটন দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৮০৪ সালের এই দিনে টমাস জেফারসন দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৮১২ সালের এই দিনে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়ায় লজ্জাজনক পরাজয়ের পর ফ্রান্সে ফিরে যায়।
  • ১৮৪৬ সালের এই দিনে দুদু মিয়া কর্তৃক নীলকুঠি আক্রমণ।
  • ১৮৫৪ সালের এই দিনে অ্যারোন অ্যালেন রিভলবিং থিয়েটার চেয়ার প্যাটেন্ট করেন।
  • ১৮৭৯ সালের এই দিনে প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্যাটেন্ট করা হয়।
  • ১৮৯৩ সালের এই দিনে চীন আর ব্রিটেনের মধ্যে ‘চীন-ব্রিটেন সম্মেলন তিব্বত-ভারত চুক্তি’ স্বাক্ষরিত হয়।
  • ১৯১৭ সালের এই দিনে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে।
  • ১৯১৭ সালের এই দিনে রাশিয়ার বিপ্লবী সরকার ও জার্মানির মধ্যে সন্ধি চুক্তি হয়।
  • ১৯২৯ সালের এই দিনে আইরিনা স্বাধীনতা লাভ করে।
  • ১৯৩২ সালের এই দিনে জার্মান বংশোদ্ভুত বিজ্ঞানী আইনস্টাইন আমেরিকার ভিসা পান।
  • ১৯৩৩ সালের এই দিনে উটাহ ৩৬তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার সাথে যুক্ত হয়।
  • ১৯৩৬ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের নতুন সংবিধান অনুমোদিত হয়। এর মাধ্যমে ১৯২৪ সালে প্রণীত ফেডারেল সংবিধান বাতিল হয়ে যায়।
  • ১৯৪১ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ফিনল্যান্ড, হাঙ্গেরী ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৪৩ সালের এই দিনে জাপানী বোমারু বিমান কলকাতায় বোমা বর্ষণ করে।
  • ১৯৫০ সালের এই দিনে কোরিয় যুদ্ধ চলাকালে চীনের সৈন্যরা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ প্রবেশ করে।
  • ১৯৫৫ সালের এই দিনে এডগার নিক্সন ও রোসা পার্কস আমেরিকায় বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামে মন্টেগোমারীতে বাস বয়কট আন্দোলন শুরু করেন। সে সময় নিক্সনকে গ্রেফতার করা হয়।
  • ১৯৬৯ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘ বাংলাদেশ ”।
  • ১৯৭১ সালের এই দিনে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ড গঠন করে মিত্রবাহিনী নাম গ্রহণ করে।
  • ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মৌলভীবাজারের জুড়ী এলাকাকে (বর্তমান জুড়ী উপজেলা) শত্রুমুক্ত করে।
  • ১৯৭৭ সালের এই দিনে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া ও দক্ষিণ ইয়েমেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
  • ১৯৮৫ সালের এই দিনে যুক্তরাজ্য ইউনেস্কোর সদস্যপদ প্রত্যাহার করে।
  • ১৯৮৭ সালের এই দিনে পানামার জাতীয় পতাকা ধারী একটি মালবাহী জাহাজ স্পেনের উত্তর উপকূলীয় ফিনিস্টেলে জলসীমা থেকে প্রায় ১৫ নটিকল-মাইল দূরে যায়। জাহাজের ২৩ জন চীনা নাবিক প্রাণ হারান।
  • ১৯৯২ সালের এই দিনে আলবেনিয়াকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।
  • ১৯৯৯ সালের এই দিনে যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু।
  • ১৯৯৫ সালের এই দিনে হংকং-র সবোর্চ্চ আদালতে প্রথমবারের মতো চীনা ভাষায় মামলা পরিচালিত হয়।
  • ১৯৯৬ সালের এই দিনে ম্যাডেলিন অলব্রাইট যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

জন্ম

  • ১৩৭৭ সালের এই দিনে চীনের সম্রাট জিয়ান ওয়েন জন্ম গ্রহণ করেন।
  • ১৪৪৩ সালের এই দিনে পোপ দ্বিতীয় জুলিয়াস জন্ম গ্রহণ করেন।
  • ১৭৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন ভ্যান বিউরেন, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।
  • ১৮০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফয়ডোর টয়ুটচেভ, তিনি ছিলেন রাশিয়ান কবি ও কূটনীতিক।
  • ১৮৩০ সালের এই দিনে ইংরেজ মহিলা কবি ক্রিশ্চিনা রসেটি জন্ম গ্রহণ করেন।
  • ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল পাইনলেভে, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, রাজনীতিবিদ ও ৮৪ তম প্রধানমন্ত্রী।
  • ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জযেফ পিলসুডস্কি, তিনি ছিলেন পোল্যান্ডের ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ১৫ তম প্রধানমন্ত্রী।
  • ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রিৎস ল্যাং, তিনি ছিলেন একজন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র নির্দেশক ও চলচ্চিত্রকার।
  • ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল ফার্দিনান্দ কোরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চেক বংশোদ্ভূত আমেরিকান বায়োকেমিস্ট ও ফারমাকোলগিস্ট।
  • ১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্ট ডিজনি, তিনি ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কন্ঠ শিল্পী, অ্যানিমেটর ও ওয়াল্ট ডিজনি কোম্পানির প্রতিষ্ঠাতা।
  • ১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভের্নার কার্ল হাইজেনবের্গ, তিনি ছিলেন নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।
  • ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেসিল ফ্র্যাংক পাওয়েল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত ইতালীয় পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
  • ১৯০৫ সালের এই দিনে কাশ্মীরের রাজনৈতিক নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জন্ম গ্রহণ করেন।
  • ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনাস্টাসিও সোমযা ডেবায়লে, তিনি ছিলেন নিকারাগুয়ার রাজনীতিবিদ ও নিকারাগুয়া ৭৩ তম প্রেসিডেন্ট।
  • ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেল্ডন লি গ্ল্যাশো, তিনি মার্কিন পদার্থবিজ্ঞানী।
  • ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জসে কারেরাস, তিনি স্প্যানিশ মর্ম ও অভিনেতা।
  • ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাট্রিচিয়া কাস, তিনি ফরাসি গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
  • ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এময় একের, তিনি আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শিখর ধাওয়ান, তিনি ভারতীয় ক্রিকেটার।
  • ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কওন ইউরি, তিনি দক্ষিণ কোরিয়ার গায়ক, নৃত্যশিল্পী ও অভিনেত্রী।

মৃত্যু

  • ১৫৬০ সালের এই দিনে ফ্রান্সের রাজা দ্বিতীয় ফ্রাঙ্কোইস মৃত্যুবরণ করেন।
  • ১৭৯১ সালের এই দিনে অস্ট্রীয় মিউজিক কম্পোজার ভোলফগাং আমাদেউস মোৎসার্ট ভিয়েনায় ৩৫ বছর বয়সে মারা যান।
  • ১৮৩৭ সালের এই দিনে অবিভক্ত ভারতে নারী শিক্ষার অন্যতম পথিকৃত, দিগদর্শন পত্রিকার সম্পাদক জোশুয়া মার্শম্যান মৃত্যুবরণ করেন।
  • ১৮৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেক্সাঁদ্র্ দ্যুমা, তিনি ছিলেন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক।
  • ১৯২৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লোদ মনে, তিনি ছিলেন ফ্রান্সের এক বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী।
  • ১৯২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওলাডয়স্লাও রেয়মন্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ লেখক।
  • ১৯২৬ সালের এই দিনে প্রখ্যাত ফরাসী চিত্রশিল্পী ক্লোদ মনে মৃত্যুবরণ করেন।
  • ১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অরবিন্দ ঘোষ, তিনি ছিলেন বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক ও দার্শনিক।
  • ১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী ও লেখক।
  • ১৯৫৭ সালের এই দিনে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানী (রহ.) ইন্তেকাল করেন।
  • ১৯৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনি ছিলেন বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী।
  • ১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন যোসেফ আরল্যাঙ্গার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরতত্ত্ববিদ, স্নায়ুবিজ্ঞানী ও অধ্যাপক।
  • ১৯৮১ সালের এই দিনে সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক সত্যেন সেন মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট আল্ডরিচ, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৮৬ সালের এই দিনে ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের পথিকৃত ড. নীলরতন ধর মৃত্যুবরণ করেন।
  • ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নে উইন, তিনি ছিলেন বার্মার জেনারেল, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নেলসন ম্যান্ডেলা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী, রাজনীতিবিদ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি।





About লেখাপড়া বিডি ডেস্ক 1525 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*