বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সৃজনশীল) নবম শ্রেণি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সৃজনশীল)
নবম শ্রেণি
পূর্ণমান- ৬০ সময়- ২ ঘন্টা ১০মিনিট
যে কোন ৬টি প্রশ্নের উত্তর দাও।

১।রফিক জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ভোট দিয়েছে।তাদের এলাকা ০১ জন ভোটে পাস করে নির্বাচিত হয়েছে। সারাদেশে এভাবে ৩০০ প্রতিনিধি নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে দল সরকার গঠন করে দেশ পরিচালনা করে।
(ক)গণতন্ত্রের মূল উদ্দেশ্য কী?
(খ) গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা কর।
(গ)উদ্দীপকে রফিকদের দেশে কী ধরণের নির্বাচন বিদ্যমান ? নিরুপণ কর।
(ঘ)তুমি কি মনে প্রিয়াচীন গ্রীসদের নির্বাচন এবং রফিকদের দেশের নির্বাচন ভিন্ন ? তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দেখাও।
২।নারীর কর্মসংস্থান ও পেশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ, বিয়ের ন্যুন্তম বয়স নির্ধারণ , শিক্ষার ক্ষেতে সমান অধিকার প্রতিষ্ঠায় ব্র্যাক কাজ করে যাচ্ছে । আমাদের সকলের এ সকল উন্নয়নমুলক কর্মকান্ডে সহযোগীতা করা।
(ক)UNDP এর বাংলা পূর্ণরুপ কী?
(খ)UNICEF সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান-উক্তিটি ব্যাখ্যা কর।
(গ)ব্র্যাক মহিলা সমিতির কার্যক্রমে জাতসংঘের যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
(ঘ)তুমি কি মনে কর নারীর ক্ষমতায়নে উদ্দীপকে উল্লিখিত বিষয়গলো ভূমিকা পালন করে? স্বপক্ষে যুক্তি দেখাও।
৩।বাংলাদেশ একটি আন্তর্জাতিক সংস্থার ১৩৬ তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংস্থাটির ৪ জন প্রতিনিধি এ পর্যন্ত ৫ বার বাংলাদেশ সফর করেছেন।
(ক)কতসালে বেইজিং প্রাস ফাইড সম্মেলন অনুষ্ঠিত হয়?
(খ)মানবাধিকার বলতে কী বুঝ?
(গউদ্দীপকে কোন সংস্থার ইঙ্গিত করা হয়েছে ?ব্যাখ্যা কর।
(ঘ)বাংলাদেশে উক্ত সংস্থাটির অঙ্গসংগঠন কাজ করছে তাদের কাজের প্রকৃতি বিশ্লেষণ কর।
৪।রিতমের দেশে ব্যক্তিগতভাবে কোন শিল্প প্রতিষ্ঠান স্তাপন করা যায় না। সম্প্রতি প্রিতম অন্য দেশের নাগরিক্ত্ব লাভ করেছে ।সে সেখানে ১ লক্ষ টাকা ব্যয়ে একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছে।
(ক)উপযোগ কাকে বলে?
(খ)মিশ্র অর্থনীতি বলতে কী বুঝ?
(গ)রিতমের জন্ম স্থানের দেশের অর্থব্যবস্থার ধরণ ব্যাখ্যা কর।
(ঘ)রিতমের নাগরিকত্ব দুই দেশের অর্থব্যবস্থার ধরণ এর পার্থক্য ব্যাখ্যা কর।
৫।সেলিম বাজারে গিয়ে ফার্নিচারের দোকানে দেখে চীন , মালয়েশীয়ার, কাপড়ের দোকানে দেখে ভারতের কাপড় বেশি। এসব দেখে সে বুঝল বাংলাদেশ আমদানী নির্ভরশীল দেশ।
(ক)বাংলাদেশ কোন কোন দেশ থেকে সবচেয়ে বেশী আমদানী করে?
(খ)উন্নয়নমূলক দেশ বলতে কী বুঝ?
(গ)উদ্দীপকে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের কোন বৈশিষ্ঠ্য প্রতিফলন ঘটেছে-ব্যাখ্যা কর।
(ঘ)বাংলাদেশের বৈদেশিক বানিজ্যের এগুলো ছাড়া আরোও বৈশিষ্ঠ্য আছে-তুমি কি একমত? স্বপক্ষে যুক্তি দেখাও।
৬।নাজিরের ঘেরের নিরাপত্তার জন্য পুলিশ,আনছার , গ্রাম্য চৌকিদারের দাবী জানিয়েছে।মাননীয় জেলা প্রশাসক তাদের সাথে একমত।
(ক)একটি রাষ্ট্রের গু্রুত্বপূর্ন সম্পদ কী?
(খ)জনস্বাস্থ্য রক্ষা সরকারের অন্যতম কাজ-ব্যাখ্যা কর।
(গ)নাজিরের ঘেরের মানুষের দাবী পুরণ সরকারের যে ধরণের কাজ তা ব্যাখ্যা কর।
(ঘ)তুমি কি মনে কর নাজিরের ঘেরের মানুষের দাবী পুরণ সরকারের জন্য আবশ্যক? স্বপক্ষে যুক্তি দেখাও।

৭।পদ্মা সেতু নির্মিনা বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থা চুক্তি করে। কিন্তু বিশ্বব্যাংক সাহায্য দিতে অস্বীকার করে । ফলে প্রকল্প বাস্তবায়ন আনিশ্চিত হয়ে পড়েছিল।পরে বাংলাদেশ সরকার অন্য উন্নয়ন পলিসি অবল্মবন করেছেন।
(ক) বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশী রফতানী করে?
(খ)সুশাসনের অভাব-ব্যাখ্যা কর।
(গ)উদ্দীপকে বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের কোন বৈশিষ্ঠ্য প্রতিফলিত ব্যাখ্যা কর।
(ঘ) বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিষয় ছাড়া বৈদেশিক সম্পর্কের আরোও বৈশিষ্ঠ্য আছে-তুমি কি একমত? স্বপক্ষে যুক্তি দেখাও।

৮।অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির নিম্নহার,মাথাপিছু আয় বৃদ্ধি , ?
(ক)মোট জাতীয় উৎপাদনকে কয়টি দি থেকে বিবেচনা করা হয়?
(খ) মোট জাতীয় উৎপাদন বলতে কী বুঝ?
(গ)(?) চিহ্নিত স্থানে যে ধারণা নির্দেশ করে তা ব্যাখ্যা কর।
(ঘ)১ম ও শেষ ছকের সম্পর্ক বিশ্লেষণ কর।
৯।জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য লাভলু তার সহযোগীদের নিয়ে উদ্যোগ নিল। পরিশেষে তারা জনগণকে একটি সূষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হলো।
(ক)রাজনৈতিক দল কী?
(খ) রাজনৈতিক দলের উদ্দেশ্য গুলো ব্যাখ্যা কর।
(গ)লাভলুর কর্ম্রতঃ প্রতিষ্ঠানের কার্যাবলী ব্যাখ্যা কর।
(ঘ)উদ্দীপকে উল্লিখিত নির্বাচনে উক্ত প্রতিষ্ঠানটি যে ধরণের ভূমিকা পালন করে তা বিশ্লেষণ কর।





About MASUD(SATKHIRA) 30 Articles
আমি একজন ইংরেজি শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও যশোর ের অনলাইন হেল্প লাইনে শিক্ষকদের সেবা দেয়ার চেষ্টা করছি।01720589535

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*