সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ৩৯ জেলার শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ৩৯ জেলার শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল দেখুন নিচের লিংকে: http://goo.gl/p3ERVF

primaryগত ১৬ ও ৩০ অক্টোবর ৩৯ জেলায় অনুষ্ঠিত পরীক্ষার ফল রোববার (২২ নভেম্বর) রাতে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

তিনি জানান, ৩৯ জেলায় পাঁচ লাখ ৯৩ হাজার ৯শ ৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৯শ ১৪ জন।

পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (http://goo.gl/p3ERVF) পাওয়া যাবে বলে জানান রবীন্দ্রনাথ রায়।

গত ১৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নীলফামারি ও লালমনিরহাট জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আর ৩০ অক্টোবর ছিলো বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, যশোর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার পরীক্ষা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের ওই কর্মকর্তা  এই তথ্য জানিয়ে বলেন, মৌখিক পরীক্ষার সময় পরে জানিয়ে দেওয়া হবে।

প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় ২০১৪ সালের ১০ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এর আওতায় প্রায় ১৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*