আদর্শ হওয়ার জন্য শিক্ষিত হওয়া জরুরী নয়

By Nasir Uddin Manik

Updated on:

Advertisements

আদর্শ হওয়ার জন্য শিক্ষিত হওয়া জরুরী নয়। জরুরী হলো- মনের পরিচ্ছন্নতা, যা বর্তমানে খুজে পাওয়া দুষ্কর। এমনকি তথাকথিত শিক্ষিত সুশীল সমাজের মাঝেও। যে যত শিক্ষিত, সে তত আহম্মক আর বড়াইয়ের চাদরে আবৃত। কারণ তা শিক্ষার নামে অশিক্ষা, প্রকৃত শিক্ষা নয়।

যে শিক্ষা আমাকে মানবতা ভোলায়, যে শিক্ষা আমাকে স্বার্থপর করে , যে শিক্ষা আমাকে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে দেয় না, আমি সে শিক্ষা চাই না। তার চেয়ে গ্রামের ওই নিরক্ষর, নির্ভেজাল চাষীর জীবনই অধিক সম্মানের, যাতে অন্তত দিন শেষে, কষ্টার্জিত অর্থের খাবারে ঘামের গন্ধ পাওয়া যায় ..!!!

Leave a Comment