জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তিচ্ছু তারা বাটপারদের থেকে দূরে থাকুন: সতর্কতামূলক পোষ্ট

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ
Advertisements

কিছু পোষ্ট দেখতেছি যে পছন্দমতো কলেজে সুযোগ পাইয়ে দিবে তারা। ফেবুর বাহিরেও এমন অনেকের সন্ধান মিলতেছে। এসবের থেকে সবাই সর্তক থাকুন।National University

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ  অনলাইনে হয় এবং যা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক । এখানে কলেজের কোন হস্তক্ষেপ নেই। সুতরাং অন্যের দারস্ত হয়ে পকেটের টাকা খোয়াবেন শুধু।

অনেকেই এমন অফার দেয় ভর্তি করিয়ে দেওয়ার পর টাকা কিন্তু উনার কাছে আপনার শিক্ষাগত কাগজপত্র গুলো জামানত হিসেবে জমা রাখতে হবে। এখন কথা হলো ঐ কাগজপত্রগুলোই মূল, ঐগুলো ছাড়া আপনি কোথাও ভর্তি হতে পারবেন না।

সুতরাং সে এগুলো আটকিয়ে রেখে আপনাকে ব্লাকমেইল করতে পারে এবং আপনি তখন বাধ্য।

সুতরাং এসব বোকার মতো কাজ গুলো থেকে বিরত থাকুন।

National University এর সকল Update তথ্য, নিউজ, মতামত ও টিপস পেতে এই পেইজটিতে লাইক দিয়ে রাখতে পারেন।

Leave a Comment