কম্পিউটার কাউন্সিলে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রশিক্ষণের বিভিন্ন কোর্স

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ডিসেম্বর মাস পর্যন্ত কম্পিউটারের ওপর প্রাথমিক কোর্স থেকে শুরু করে প্রোগ্রামিং, সফটওয়্যার ও ওয়েব ডেভেলপমেন্ট, আউটসোর্সিং টেকনিক ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেবে। সেসব কোর্সে ভর্তির যোগ্যতা, খরচ ও আবেদনের তারিখ নিয়েই লেখাটি।

দিবা সেশন (দুপুর ২টা থেকে ৫টা):
১. শুধুমাত্র নারীদের জন্য ‘ইন্ট্রডাকশন টু অফিস অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইউনিকোড বাংলা’ কোর্সটি শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর। খরচ হবে ৩ হাজার টাকা। আগ্রীদের এইচএসসি বা সমমান উত্তীর্ণ হতে হবে।
সান্ধ্যকালীন কোর্স (৫টা থেকে রাত ৮টা):
২. জাভা প্রোগ্রামিং নিয়ে কোর্সের ক্লাস শুরু হবে ১১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৪ অক্টোবর পর্যন্ত। খরচ হবে ৮ হাজার টাকা। আবেদনকারীকে প্রোগ্রামিং ভাষায় অভিজ্ঞসম্পন্ন স্নাতক হতে হবে।
৩. ওবেয়সাইট ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশনস ডেভেলপমেন্ট ও আউটসোর্সিং টেকনিক বিষেয় কোসর্টি শুরু হবে ১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। খরচ হবে ৯ হাজার টাকা। কম্পিউটারে প্রাথমিক জ্ঞান ধারণাসম্পন্ন উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
৪. সার্ভার অ্যান্ড ইন্টারনেট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটি শুরু হবে ১ অক্টোবর। আবেদন করা যাবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। খরচ হবে ১০ হাজার টাকা। উইনডোজ, লিনাক্স সার্ভার ও নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন স্নাতকরা আবেদন করতে পারবে।
৫. সফটওয়্যার ডেভেলপমেন্ট ইউথ সি#’ কোর্সটি শুরু হবে ১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। খরচ হবে ১০ হাজার টাকা। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন স্নাতকরা আবেদন করতে পরবে।
৬. নতুনদের জন্য ওবেয়সাইট ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশনস ডেভেলপমেন্ট ও আউটসোর্সিং টেকনিক কোর্সটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। খরচ হবে ১১ হাজার টাকা। কম্পিউটারে প্রাথমিক জ্ঞান সম্পন্ন উচ্চমাধ্যমিক পাস যেকেউ আবেদন করতে পারবে।
৭. নতুনদের জন্য ওবেয়সাইট ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশনস ডেভেলপমেন্ট ও আউটসোর্সিং টেকনিক কোর্সটি শুরু হবে ৪ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ১ নভেম্বর পর্যন্ত। খরচ হবে ১১ হাজার টাকা। কম্পিউটারে প্রাথমিক জ্ঞান সম্পন্ন উচ্চমাধ্যমিক পাস যেকেউ আবেদন করতে পারবে।

আবেদন:
আগ্রহীদের দুই কপি ছবিসব সকল শিক্ষগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, প্রয়োজনীয় অভিজ্ঞতার সনদ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সির বরাবর নির্ধারিত ফি ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ নিবন্ধন করতে হবে। আবেদন করা যাবে অনলাইনেও (bkiict.bcc.net.bd)। বিসিসি ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
বিস্তারিত: বিসিসির ওয়েবসাইট (www.bcc.gov.bd)

লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে বিডিবন্ধু ব্লগে। আমার এ পোস্টটি পছন্দ হলে আপনাদের ইচ্ছা হলেই ঘুরে আসতে পারেন বিডিবন্ধু ব্লগ থেকে। আমার ফেসবুক পেজ এই লিংকে । অবশেষে আমার পোস্টটি পরার জন্য সকলকে ধন্যবাদ।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*