৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বাতিল প্রার্থীদের তালিকা জেনে নিন এখান থেকে

আবেদনপত্র জমা না দেওয়া, আবেদনপত্রে গুরুতর ত্রুটি, অসংলগ্নতা ও অসম্পূর্ণতার কারণে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থীদের মধ্যে ৪১৯ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
35th-bcs
২৪ আগস্ট ২০১৫ তারিখ সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য বিসিএস লিখিত পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবেন না।

এসব প্রার্থীদের কেন্দ্রে না আসার জন্য বলেছে পিএসসি। আপনাদের সুবিধার্থে প্রকাশিত তালিকার ডাউনলোড লিঙ্ক নিচে তুলে দেওয়া হলোঃ

[৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বাতিল প্রার্থীদের তালিকা ডাউনলোড]

যে কারণে বাতিল হয়েছেঃ বিপিএসসি ফরম-২ জমা না দেওয়ায় ৩৮৩ জন, ডাকযোগে আবেদন পাঠানোয় ৫ জন, ফি জমা না দেওয়া সংক্রান্ত কারণে ১ জন, পুরাতন ফরম জমা দেওয়ায় ৩ জন, ফরমে স্বাক্ষর না করায় ২০ জন, বিজ্ঞাপনের শর্ত না মানায় ২ জন, জন্ম তারিখ ভুল থাকায় ৪ জন ও আবেদনপত্র দেরিতে জমা দেওয়ায় ১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর থেকে আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৭ সেপ্টেম্বর। আর পদ সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন নিয়মে এবার সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৮ এপ্রিল ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হন ২০ হাজার ৩৯১ জন।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*