মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষানবিস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আগামী ২০২২ সালে শিক্ষাবর্ষে এক বৎসর মেয়াদী মেরিন শিক্ষানবিস (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

শর্তসমূহঃ

ক) আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।

খ) এস,এস,সি সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ ৩১/১২/২০২১ ইং তারিখে ১৬ বৎসর হতে ২১ বৎসরের মধ্যে হতে হবে।

গ) আবেদনকারী ডেক অথবা ইঞ্জিন যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক তা আবেদন পত্রে উল্লেখ করতে হবে।

ঘ) চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীকে সার্বক্ষনিক প্রশিক্ষণ গ্রহনের জন্য কেন্দ্রে অবস্থান করতে হবে।

ভর্তি পদ্ধতিঃ

ক) নূন্যতম এস.এস.সি/সমমানের সনদধারি আবেদনকারিদের মধ্যে হতে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে শিক্ষানবিশ নির্বাচিত করা হবে।

খ) বাংলা, ইংরেজী,গনিত ও সাধারন জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

গ) প্রতি শাখায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক,শারীরিক, চক্ষু ও সাঁতার পরীক্ষায় অংশগ্রহণ  করতে

ঘ) মৌখিক,শারীরিক,চক্ষু ও সাঁতার পরীক্ষায় উধীন,প্রার্থীদের মধ্যে হতে প্রতি শাখায় ২৫(পঁচিশ) জন করে মােট ৫০ (পঞ্চাশ) জন শিক্ষানবিস-কে চুড়ান্ত ভাবে নির্বাচিত করা হবে।

ঙ) চুড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যেককে এককালীন ১৫,০০০/-(পনের হাজার) টাকা বার্ষিক ফি (অফেরৎযােগ্য) এবং ২,০০০/-(দুই হাজার) নিরাপত্তা ফি (ফেরৎযোগ্য) টাকা পরিশোধের মাধ্যমে ভর্তি করা হবে।

 

আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ

ক) এস,এস,সি বা সমমানের পরীক্ষায় পাশের সনদপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি।

খ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক জাতীয়তা/চারিত্রিক সনদপত্রের কপি।

গ) সদ্য তােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি (২ কপি)।

ঘ) অধ্যক্ষ, শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট,বিআইডব্লিউটিএ, মাদারীপুর এর অনুকূলে ২০০/- (দুইশত) টাকার পােষ্টাল  অর্ডার (অফেরতযােগ্য)।

ঙ) নিজ ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার ডাক টিকিট যুক্ত ১ টি খাম।

চ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি (যদি থাকে)।

সুবিধাদিঃ

ক) ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা।

খ) ফি প্রশিক্ষণ ও প্রশিক্ষণ উপযোগী ইউনিফর্ম প্রদান।

গ) অভ্যন্তরীণ জাহাজ, কোস্টাল জাহাজ ও ফিশিং ভেসেল চাকুরীর সুযোগ রয়েছে।

ভর্তি সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলোঃ

মেরিন শিক্ষানবিস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

 

আবেদনের সময়সীমাঃ ৩১/১০/২০২১





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*