সমাপনী পরীক্ষার রুটিন ২০১৯ – পি ই সি পরীক্ষার সময়সূচি ২০১৯ – পিএসসি পরীক্ষার রুটিন ২০১৯ – সমাপনী পরীক্ষা কবে শুরু হবেঃ ২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২৪ নভেম্বর শেষ হবে। এবার একাদশ বারের মত সারাদেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারও প্রতিদিনের পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে । আগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে। পরীক্ষার ফি ও এবারো ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি – ২০১৯
১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৪ নভেম্বর গণিত
ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি – ২০১৯
১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২০ নভেম্বর আরবি, ২১ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ ও ২৪ নভেম্বর গণিত
[প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচী ডাউনলোড]
পরীক্ষার্থীর সংখ্যাঃ প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এবছর ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেবে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে, এরমধ্যে ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ছাত্র আর ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন ছাত্রী।
আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে, যার মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ জন এবং ছাত্রী এক লাখ ৬৩ হাজার ২৮৯।
এবার ইবতেদায়ীতে পরীক্ষার্থী বেড়েছে ৩০ হাজার ৯৮৩ জন। এছাড়া এবার দুই মাধ্যমের পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা এক লাখ ৬৬ হাজার ৮৭৪ জন বেশি।
এবছর ৭,৪৭০টি কেন্দ্রে এ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে দেশের অভ্যন্তরে ৭,৪৫৮ টি এবং দেশের বাইরে ১২ টি কেন্দ্র। কেন্দ্রগুলো হলো- সৌদি আরব-৪, সংযুক্ত আরব আমিরাত-২, বাহরাইন-১, ওমান-১, কুয়েত-১, লিবিয়া-১, গ্রিস-১ ও কাতার-১। বিদেশে অবস্থিত কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী আছে ৬১৫ জন। এর মধে ছাত্র ২৮৯ ও ছাত্রী ৩২৬ জন।
এটি আশাব্যঞ্জক যে, মেয়েরা প্রতিটি ক্ষেত্রে ক্রমশ এগিয়ে যাচ্ছে।
প্রাথমিক সমাপনীতে ৩ হাজার ৩৪৭ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ২৩৬ জনসহ মোট ৩,৫৮৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশ নিবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বরঃ ০২-৯৫৭৭২৫৭ , ই-মেইল: mopmesch2@gmail.com এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের নম্বর ০২-৫৫০৭৪৯১৭, ০১৭১১৩৪৪৫৩২, ০১৭১২১০৬৩৬৯ ই-মেইল: ddestabdpe@gmail.com। সমাপনী পরীক্ষা সংক্রান্ত সব তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে।
প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী বৃত্তিঃ সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে সরকার। প্রাথমিক সমাপনীতে ৩৩ হাজার ট্যালেন্টপুল ও ৪৯ হাজার সাধারণ কোটাসহ মোট ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যথাক্রমে ৩০০ ও ২২৫ টাকা হারে বৃত্তি পায়। প্রকাশ হওয়ার পর বৃত্তির ফলাফল পাবেন এই লিঙ্কে।
ফলাফলঃ প্রতিবারের মত এবারো ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।
Leave a Reply