এবারের উচ্চ মাধ্যমিক, আলিম ও সমমানের পরীক্ষায় ফলাফলের সব সূচকেরই অবনতি ঘটেছে। পাশের হার ও জিপিএ ৫ কমার পাশাপাশি কমেছে শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। ফল বিপর্যয়ের ধাক্কা লেগেছে রাজধানীর সেরা কলেজগুলোতেও। প্রায় প্রতি বছর শতভাগ পাস ও মেধা তালিকায় থাকা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেশ কয়েকজন করে শিক্ষার্থী ফেল করেছেন। গত বছর সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ছিল রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ, নটর ডেম কলেজ, ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল কলেজ। চারটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করে। এবার এসব প্রতিষ্ঠানের পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। গত বছর সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ হয় নটর ডেম কলেজ। ২ হাজার ৫৮৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। জিপিএ-৫ পায় ২ হাজার ৪৪ জন। এ বছর নটর ডেম কলেজের ২ হাজার ৫৬৫ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬৩৭ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া অকৃতকার্য হয়েছেন ২১ শিক্ষার্থী। ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে রাজধানীর মতিঝিলে অবস্থিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। নামকরা এ কলেজ থেকে এ বছর ২৫ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসিতে টানা প্রথম স্থানে থাকে রাজউক উত্তরা মডেল কলেজ থেকেও এবার শতভাগ পাস করতে পারেনি। একইভাবে বরাবর শতভাগ পাস করা তালিকায় থাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজও এবার শতভাগ পাসের তালিকায় স্থান হয়নি। এ দিকে নামকরা কলেজে শিক্ষার্থী ফেল করায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ এসব কলেজে সব মেধাবী শিক্ষার্থী ভর্তি হন। তারা কেন ফেল করল তা নিয়ে চলছে আলোচনা। ২০১৫ সালে মতিঝিল আইডিয়াল কলেজ থেকে ১০৮৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬২৪, বাণিজ্য বিভাগ থেকে ৩০৪ ও মানবিক বিভাগ থেকে ১৫৬ জন পরীক্ষার্থী ছিল।। ৬২৪ জন বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর মধ্যে দু’জন অকৃতকার্য হয়েছেন। ১৫৬ জন মানবিক বিভাগের পরীক্ষার্থীর মধ্যে ২০ জন ও ৩০৪ জন বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীর মধ্যে তিনজন অকৃতকার্য হয়েছেন। কলেজ সূত্র জানায় এবারই প্রথম বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে আইডিয়াল কলেজ থেকে দুই শিক্ষার্থী কৃতকার্য হতে পারেননি। মানবিক বিভাগে ২০ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনাও এখন পর্যন্ত কলেজটিতে ঘটেনি। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯.৪ শতাংশ। তবে এ ফলে সন্তুষ্ট কলেজ কর্তৃপক্ষ। এ প্রতিষ্ঠান থেকে এবার বিজ্ঞানে ৯৮১ পরীক্ষার্থীর মধ্যে ৮৩৩ জন, ব্যবসায় শিক্ষায় ২৯২ জনের মধ্যে ৭৬ জন ও মানবিকে ১৬৯ জনের মধ্যে ২৪ জন জিপিএ ৫ পেয়েছেন।মানবিকে ৪ জন ও বিজ্ঞানে ২ শিক্ষার্থী ফেল করেছে প্রতিষ্ঠানটির। গত বছর এইচএসসিতে এ প্রতিষ্ঠান ঢাকা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করে। রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় এক হাজার ২১৪ শিক্ষার্থী পরীক্ষা দেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭৪৫ জন, বাণিজ্য বিভাগ থেকে ৩৬২ জন এবং মানবিক বিভাগ থেকে ১০৭ পরীক্ষার্থী অংশ নেন। জিপিএ ৫ পেয়েছেন ৭২২ শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠানটির পাসের হার ৯৯.৯০ শতাংশ। তবে এই ফলাফল নিয়ে খুব একটা অখুশি নয় প্রতিষ্ঠানটি। কলেজের সিনিয়র ভাইস প্রিন্সিপাল আমিনুর রহমান খান বলেন, র্যাংকিং হোক বা না হোক আমাদের ভালো করার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকে। রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের প্রতিষ্ঠানের ফলাফলেও কিছুটা প্রভাব পড়েছে।
সূত্রঃ লাস্টনিউজবিডি
Leave a Reply