এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন। এই শিক্ষাবৃত্তির বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
বৃত্তির স্পন্সরঃ সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন
যারা আবেদন করতে পারবেঃ অসচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রী, যারা ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম ফলাফল –
বিজ্ঞান শাখায়ঃ জিপিএ ৫.০,
বাণিজ্য শাখায়ঃ জিপিএ ৪.৫ এবং
মানবিক শাখায়ঃ জিপিএ ৪.০ অর্জন করেছে।
বৃত্তির পরিমাণঃ মাসিক ১,৫০০/- টাকা (জুলাই ২০১৮ – জুন ২০২০); বই পুস্তক বাবদ এককালীন প্রদান করা হবে ৪,০০০/- টাকা
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখঃ নিচের ঠিকানায় ১৬ আগস্ট, ২০১৮
আবেদন ফরম পাঠানোর ঠিকানা :
সিএসআর এন্ড এডমিনিস্ট্রেশন
সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন
ইউনুস সেন্টার, ৬ষ্ঠ তলা, ৫২-৫৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।
উচ্চ মাধ্যমিক স্তরে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি – ২০১৮ এর বিজ্ঞপ্তি
আবেদনপত্র ডাউনলোড ও বৃত্তি সম্পর্কিত ওয়েবসাইটের ঠিকানাঃ www.southeastbank.com.bd/sebfindex.php
Leave a Reply